পুলিশের উপর আস্থা নেই, ভোট বয়কট জনতার! বুথ ছাড়লেন ভোটকর্মী

কলকাতা: কেন্দ্রীয় বাহিনী না পেয়ে ভোট শুরুই করতেই দিলেন না বর্ধমান-দুর্গাপুরের জোমুয়ার ঘটনা৷ অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনী না পেয়ে বুথের বাইরে প্রতিবাদ ভোটকর্মীর৷ কৃষ্ণনগরের চাপড়ার ঘটনা৷ জোমুয়া হাইস্কুল চত্বরের ভোটারদের একাংশের অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট হয়েছিল৷ এবারের নির্বাচনে সেই স্মৃতি যাতে না ফেরে, সেই দাবিতে সোমবার সকাল থেকে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা৷ ভোটারদের দাবি,

পুলিশের উপর আস্থা নেই, ভোট বয়কট জনতার! বুথ ছাড়লেন ভোটকর্মী

কলকাতা: কেন্দ্রীয় বাহিনী না পেয়ে ভোট শুরুই করতেই দিলেন না বর্ধমান-দুর্গাপুরের জোমুয়ার ঘটনা৷ অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনী না পেয়ে বুথের বাইরে প্রতিবাদ ভোটকর্মীর৷ কৃষ্ণনগরের চাপড়ার ঘটনা৷

জোমুয়া হাইস্কুল চত্বরের ভোটারদের একাংশের অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট হয়েছিল৷ এবারের নির্বাচনে সেই স্মৃতি যাতে না ফেরে, সেই দাবিতে সোমবার সকাল থেকে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা৷ ভোটারদের দাবি, কেন্দ্রীয় বাহিনী না এলে ভোট করাতে দেবেন না তাঁরা৷ রাজ্য পুলিশের উপর তাঁদের কোনও ভরসা নেই বলেও এদিন প্রকাশ্যে দাবি জানান ভোটারদের একাংশ৷ স্থানীয়দের বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী৷ এলাকায় স্থানীয়দের বিক্ষোভের খবর পেয়ে বিশাল জমায়েত করেছেন তৃণমূল সমর্থকরাও৷ পরিস্থিতি কার্যত অগ্নিঘর্ভ হয়ে উঠেছে৷ শেষ পাওয়া খবর পর্যন্ত এখনও ওই বুথে ভোট শুরু করা যায়নি৷

অন্যদিকে, কৃষ্ণনগরের চাপড়ায় কেন্দ্রীয় বাহিনী না থাকায় ভোটের কাজ বয়কট করলেন ভোটকর্মীদের একাংশ৷ বুথের বাইরে বেরিয়ে ভোটকর্মীদের প্রতিবাদ৷ নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল চতুর্থ দফা নির্বাচনে ১০০ শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু কৃষ্ণনগরের চাপড়ায় এসে ভোট কর্মীরা দেখেন সেখানে কেন্দ্রীয় বাহিনী দেয়নি কমিশন। তারপরই তাঁদের অসন্তোষ প্রকাশ করে কমিশনকে ই-মেল করেন ভোট কর্মীরা৷ আজ সকালে বুথে বাহিনী না আসায় প্রতিবাদ জানান ভোটকর্মীদের একাংশ৷ রবিবার ভোটকর্মীদের তরফে ইমেলে দাবি করেন, রাজ্য পুলিশের ওপর কোনও আস্থা নেই তাঁদের। ভোট করাতে নিরাপদ মনে করছেন না তাঁরা। ভোটকে কেন্দ্র করে প্রথম,দ্বিতীয়, তৃতীয় দফা নির্বাচনে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির কথা শুনে যথেষ্ট ভীত ও শঙ্কিত তাঁরা। কেন্দ্রীয় বাহিনী না দিলে ভোট করাবেন না বরং ভোট বয়কটেরও দাবি তোলেন তাঁরা। রবিবার রাতে ভোটকর্মীদের তরফে এহেন হুঁশিয়ারি দেওয়ার পর আজ সকালে ভোটের কাজ থেকে নিজেদের সরিয়ে দেন ভোটকর্মীদের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − eight =