এগিয়ে ‘দিদি’! তাই কি মোদির নিশানায় মমতা?

কলকাতা: চলতি লোকসভা ভোটে বিরোধীদের মধ্যে নেতৃত্ব দেওয়ার নিরিখে সবার আগে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নির্বাচনের পর অবিজেপি সরকার গঠনের সম্ভাবনা যত বাড়ছে, ততই বিরোধী জোটের নেতৃত্বে অনিবার্য হয়ে উঠছে তৃণমূল নেত্রীর নাম। কেননা, দেশে আর কোনও আঞ্চলিক দল নেই যারা একক শক্তিতে ভর দিয়ে ৪২টি আসনে জয়ের টার্গেট নিয়ে ভোটের ময়দানে নেমেছে।

এগিয়ে ‘দিদি’! তাই কি মোদির নিশানায় মমতা?

কলকাতা: চলতি লোকসভা ভোটে বিরোধীদের মধ্যে নেতৃত্ব দেওয়ার নিরিখে সবার আগে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নির্বাচনের পর অবিজেপি সরকার গঠনের সম্ভাবনা যত বাড়ছে, ততই বিরোধী জোটের নেতৃত্বে অনিবার্য হয়ে উঠছে তৃণমূল নেত্রীর নাম।

কেননা, দেশে আর কোনও আঞ্চলিক দল নেই যারা একক শক্তিতে ভর দিয়ে ৪২টি আসনে জয়ের টার্গেট নিয়ে ভোটের ময়দানে নেমেছে। মোট আসনের প্রশ্নে মমতার নিকটতম প্রতিদ্বন্দ্বী উত্তরপ্রদেশের মায়াবতী। বহুজন সমাজ পার্টির এই নেত্রী অখিলেশ যাদবের সঙ্গে আসন সমঝোতা করে লড়াই করছেন ৩৮ আসনে। অখিলেশ লড়ছেন ৩৭ আসনে। কিন্তু তাঁরা কেউই মমতার মতো নিজ গড়ে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী নন। তাই অবিজেপি বিরোধীদের জোট সরকার গঠিত হলে মমতাই হবেন তাঁর চালিকা শক্তি।

এই সত্য উপলব্ধি করেই নরেন্দ্র মোদি যেমন বেনারসের জনসভাতেও মমতাকে আক্রমণ করেছেন, উল্টোদিকে তেমনই তৃণমূলই যে আগামী লোকসভায় সরকার গঠনে অগ্রণী ভূমিকা নিতে চলেছে, নির্বাচনী প্রচারে নেমে তা মনে করিয়ে দিয়েছেন মমতা স্বয়ং। কোনও রাজনৈতিক ভাবাবেগ নয়, স্রেফ অঙ্কের হিসেবেই জাতীয় স্তরে প্রধানমন্ত্রী পদের অবশ্যম্ভাবী পছন্দের তালিকায় ঠাঁই পাচ্ছেন মমতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *