সিডনি: টেস্ট সিরিজ শুরুর আগে বড় ধাক্কা ভারতীয় দলের। অনুশীলন ম্যাচে শুক্রবার চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন পৃথ্বী শ। ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হতে চলেছে প্রথম টেস্ট। সিডনিতে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সঙ্গে ম্যাচে একটি ক্যাচ নিতে গিয়ে গোড়ালিতে চোট পান তিনি। ১৯ বছরের পৃথ্বী ডিপ মিড উইকেট বাউন্ডারির কাছে ফিল্ডিং করছিলেন। ওপেনার ম্যাক্স ব্রায়ান্টের শট ক্যাচ নিতে গিয়ে বেকায়দায় পড়ে গিয়ে বাঁ পায়ের গোড়ালি ৯০ ডিগ্রি ঘুরে যায়। রোপের বাইরে মাঠে পড়ে যান। বিসিসিআই এর তরফে জানানো হয়েছে, পৃথ্বীর স্ক্যান রিপোর্টে দেখা যাচ্ছে লিগামেন্টে চোট রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অ্যাডিলেডে খেলতে পারবেন না তিনি। তাঁকে দ্রুত সুস্থ করে তুলে পরের ম্যাচ গুলোতে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। ফর্মে রয়েছেন লোকেশ রাহুলও। এবার লোকেশের ওপরই ভরসা রাখতে হবে। এ ক্ষেত্রে প্রথম টেস্টে ওপেন করতে দেখা যেতে পারে লোকেশ রাহুল ও মুরলী বিজয়কে।
চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন পৃথ্বী
সিডনি: টেস্ট সিরিজ শুরুর আগে বড় ধাক্কা ভারতীয় দলের। অনুশীলন ম্যাচে শুক্রবার চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন পৃথ্বী শ। ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হতে চলেছে প্রথম টেস্ট। সিডনিতে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সঙ্গে ম্যাচে একটি ক্যাচ নিতে গিয়ে গোড়ালিতে চোট পান তিনি। ১৯ বছরের পৃথ্বী ডিপ মিড উইকেট বাউন্ডারির কাছে ফিল্ডিং করছিলেন। ওপেনার