নয়াদিল্লি: শুটার অভিনব বিন্দ্রাকে ব্লু-ক্রস পুরস্কারে সম্মানিত করল আন্তর্জাতিক শুটিং ফেডারেশন (আইএসএসএফ)। আন্তর্জাতিক শুটিংয়ের সর্বোচ্চ সম্মান হল ব্লু-ক্রস। শুক্রবার আইএসএসএফ-এর তরফে এই সম্মান প্রদান করা হয়। প্রথম ভারতীয় হিসেবে ব্লু-ক্রস পাচ্ছেন ৩৬ বছরের বিন্দ্রা। ২০০৮ সালে অলিম্পিকে ১০ মিটার শুটিংয়ে সোনা জয় ছাড়াও বিশ্ব চ্যাম্পিয়নশিপ (২০০৬) এবং সাতবার কমনওয়েলথ পদক এবং তিনবার এশিয়ান গেমসে পদক জিতেছেন অভিনব বিন্দ্রা। অর্জুন পুরস্কার ও রাজীব গান্ধি খেলরত্ন ছাড়াও ২০০৯ সালে পদ্মভূষণ সম্মান পান তিনি। ২০১৬ সালে অল্পের জন্য দ্বিতীয় অলিম্পিক পদক হাতছাড়া করার পর আন্তর্জাতিক শুটিং থেকে অবসর গ্রহণ করেন অভিনব।
শুটিংয়ের সর্বোচ্চ সম্মান ছিনিয়ে নিলেন অভিনব বিন্দ্রা
নয়াদিল্লি: শুটার অভিনব বিন্দ্রাকে ব্লু-ক্রস পুরস্কারে সম্মানিত করল আন্তর্জাতিক শুটিং ফেডারেশন (আইএসএসএফ)। আন্তর্জাতিক শুটিংয়ের সর্বোচ্চ সম্মান হল ব্লু-ক্রস। শুক্রবার আইএসএসএফ-এর তরফে এই সম্মান প্রদান করা হয়। প্রথম ভারতীয় হিসেবে ব্লু-ক্রস পাচ্ছেন ৩৬ বছরের বিন্দ্রা। ২০০৮ সালে অলিম্পিকে ১০ মিটার শুটিংয়ে সোনা জয় ছাড়াও বিশ্ব চ্যাম্পিয়নশিপ (২০০৬) এবং সাতবার কমনওয়েলথ পদক এবং তিনবার এশিয়ান গেমসে পদক