মিতালি-পাওয়ার যুদ্ধে চাকরি খোয়াতে পারেন কোচ

নয়াদিল্লি, ৩০ নভেম্বরঃ সিনিয়র ক্রিকেটার মিতালি রাজকে নিয়ে সাম্প্রতিক বিতর্কে জড়িয়ে পড়ার মূল্য চোকাতে হতে পারে কোচ রমেশ পাওয়ারকে। শুক্রবারই শেষ হচ্ছে পাওয়ারের মেয়াদ। সূত্রের খবর, এরপর আর তাঁর মেয়াদ না-বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে মিতালিকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। তারপরেই কোচের বিরুদ্ধে মিতালির বিস্ফোরক অভিযোগ ও কোচের পালটা

মিতালি-পাওয়ার যুদ্ধে চাকরি খোয়াতে পারেন কোচ

নয়াদিল্লি, ৩০ নভেম্বরঃ সিনিয়র ক্রিকেটার মিতালি রাজকে নিয়ে সাম্প্রতিক বিতর্কে জড়িয়ে পড়ার মূল্য চোকাতে হতে পারে কোচ রমেশ পাওয়ারকে। শুক্রবারই শেষ হচ্ছে পাওয়ারের মেয়াদ। সূত্রের খবর, এরপর আর তাঁর মেয়াদ না-বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে মিতালিকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। তারপরেই কোচের বিরুদ্ধে মিতালির বিস্ফোরক অভিযোগ ও কোচের পালটা অভিযোগে সরগরম মহিলা ক্রিকেট মহল। জানা গিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরার পর বিসিসিআই-এর সঙ্গে বৈঠকে বেশ কয়েকটি প্রশ্নের সদুত্তর দিতে পারেননি রমেশ। কেন মিতালিকে মিডল অর্ডারে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হল, কেন তাঁকে সেমিফাইনালে বাদ দেওয়া হল, তার জবাব দিতে পারেননি তিনি। চলতি বছরের শুরুর দিকে দলের দায়িত্ব নিয়েছিলেন রমেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =