নয়াদিল্লি: দেশজুড়ে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই পরিস্থিতি মোকাবিলায় নয়া সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রের তরফে গোটা দেশে ৫০টি ইনোভেটিভ মডিউলার হাসপাতাল স্থাপনের পরিকল্পনার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এই হাসপাতালগুলি তৈরি করতে দু’ থেকে তিন মাস সময় লাগবে বলেও জানানো হয়েছে।
একটি প্রথম সারির দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, উন্নত নতুন প্রযুক্তি সম্পন্ন এই মডিউলার হাসপাতলগুলি ইতিমধ্যেই রয়েছে যেসব হাসপালগুলি, তারই অংশ হিসেবে নির্মিত হবে। তিন সপ্তাহের মধ্যে ১০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালগুলি তৈরি করা সম্ভব হবে৷ তবে হাসপাতালগুলিতে পরিষেবা পেতে ৬ থেকে ৭ সপ্তাহ সময় লাগবে৷ এই হাসপাতালগুলি তৈরি করতে প্রায় ৩ কোটি টাকা ব্যয় হবে৷ এই ১০০ শয্যার মডিউলার হাসপাতালের প্রথম ব্যাচটি বিলাশপুর, অমরাবতী, পুনে, জালনা, মহালি এবং রাইপুরে চালু হবে। রাইপুরে ২০ শয্যার একটি হাসপাতাল তৈরি হবে৷ বেঙ্গালুরুতে প্রথমে ২০, ৫০ এবং ১০০টি বেড বিশিষ্ট হাসপাতাল থাকবে। এই হাসপাতালগুলির স্থায়িত্ব ২৫ বছর পর্যন্ত হতে পারে। এছাড়াও এই হাসপাতালগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা যেতে, তাও মাত্র এক সপ্তাহের কম সময়ে৷ এমনকি প্রয়োজনে ভেঙে ফেলাও যেতে পারে।
গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, ২১ জুন থেকে কেন্দ্রীয় সরকার ১৮ বছরের উর্ধ্বে সকলকে টিকা দেওয়ার জন্য সব রাজ্যে বিনামূল্যে কোভিড টিকা পাঠাবে। সংক্রমণ রুখতে আগামী দিনে দেশে টিকার সরবরাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রীর ঘোষণা, ‘টিকা প্রস্তুতকারী সংস্থা থেকে কেন্দ্রীয় সরকার নিজেই ৭৫ শতাংশ করোনা ভ্যাকসিন কিনবে এবং রাজ্যগুলিতে তা বিনামূল্যে প্রদানের জন্য পাঠানো হবে৷’ ভ্যাকসিন নিয়ে রাজনীতি করার অভিযোগ তোলায় বিরোধী রাজ্যগুলির সমালোচনাও করেন নরেন্দ্র মোদীক। প্রধানমন্ত্রীর কথায়, ‘দেশে করোনা ভাইরাস সংক্রমণের মাত্রা হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন পরামর্শ আসতে শুরু করে, বিরোধীরা বিভিন্ন দাবি তুলতে শুরু করে।’