‘মাগো তোমরা আমায় আর মেরো না’, কাতর আকুতি তৃণমূল কর্মীর

বোলপুর: অনুব্রত দুর্গে এবার আক্রান্ত খোদ তৃণমূল সমর্থক৷ বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে মহিলা তৃণমূল কর্মীর বাড়িতে হামলা৷ বাড়িভাঙচুর৷ হাত জোর কারত আর্জি তৃণমূল সমর্থকের, আমাকে মেরো না৷ আমার বাড়িতে ভাঙচুর করো না৷ আমার মেয়ে ভয়ে কাঁদছে৷’’ সোমবার সকালে ধর্মীয় উস্কানির জেরে তপ্ত হয়ে ওঠে নানুর৷ তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷ লাঠিসোটা নিয়ে রাস্তায় বেরিয়ে

e88575752861114f222565127dd2fdcb

‘মাগো তোমরা আমায় আর মেরো না’, কাতর আকুতি তৃণমূল কর্মীর

বোলপুর: অনুব্রত দুর্গে এবার আক্রান্ত খোদ তৃণমূল সমর্থক৷ বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে মহিলা তৃণমূল কর্মীর বাড়িতে হামলা৷ বাড়িভাঙচুর৷ হাত জোর কারত আর্জি তৃণমূল সমর্থকের, আমাকে মেরো না৷ আমার বাড়িতে ভাঙচুর করো না৷ আমার মেয়ে ভয়ে কাঁদছে৷’’

সোমবার সকালে ধর্মীয় উস্কানির জেরে তপ্ত হয়ে ওঠে নানুর৷ তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷  লাঠিসোটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন বিজেপি সমর্থকরা৷ সঙ্গে বেরিয়ে পড়েন স্থানীয় মহিলারাও৷ অভিযোগ, ভোটের আগের দিন থেকেই বিজেপি সমর্থকদের বাড়িতে ঢুকে হুমকি, শাসানি দিয়ে গিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা৷ এদিন ভোট শুরু হওয়ার পরও এক ভোটারকে মারধর করা হয় বলে অভিযোগ৷ মুহূর্তেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে৷

ভোটারকে মারধরের প্রতিবাদে আজ সোমবার ভোটের দিন বিজেপি সমর্থকরা লাঠিসোটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। তৃণমূল কর্মীদের বাড়িতেও বিজেপি কর্মী-সমর্থকরা হামলা চালায়৷ ভাঙচুর করা হয় বাড়ি৷ তৃণমূল কর্মীদের জন্য তৈরি হওয়া রান্না করা খাবার পুকুরে ফেলে দেন ক্ষিপ্ত বিজেপি কর্মী সমর্থকরা৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ওই গ্রামে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন৷ এখনও গোটা গ্রামে উত্তেজনা রয়েছে৷

অন্যদিকে, বিরোধী এজেন্ট না থাকায় নানুর ও সাঁইথিয়ার একাধিক বুথ থেকে তৃণমূল এজেন্টদের জোর করে বের করে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ তুললেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবিষয়ে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানানো হয়েছে। অনুব্রত বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী নিয়ে আপত্তি নেই, কিন্তু তাদের ভূমিকা নিরপেক্ষ নয়। বিজেপির হয়ে ভোট করাচ্ছেন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *