কন্ট্রাক্টরের মাথায় আবর্জনা ঢালার নিদান দিয়ে বিতর্কে শিবসেনা বিধায়ক

কন্ট্রাক্টরের মাথায় আবর্জনা ঢালার নিদান দিয়ে বিতর্কে শিবসেনা বিধায়ক

236d70e657328961e4e891f3af51203e

 
মুম্বই: এক কন্ট্রাক্টরের মাথায় নোংরা আবর্জনা ঢালার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন মুম্বইয়ের শিবসেনার বিধায়ক দিলীপ লাণ্ডে। এমনকি এহেন কাজের নিদান দেওয়ায় স্বপক্ষে সাফাইও দিলেন তিনি৷ ওই কন্ট্রাক্টর নিজের কাজ ঠিকমতো না করায় তাঁকে ড্রেনের পাশে রাস্তার জমা জলে বসতে বলে তিনি৷

দিন কয়েক ধরেই মুম্বই-সহ মহারাষ্ট্রের অনেক জায়গায় তুমুল বৃষ্টি শুরু হয়েছে। এবারের বর্ষায় এত বৃষ্টি হয়েছে, তাতে আগের অনেক রেকর্ডও ভেঙে গিয়েছে৷ রাজ্যের বেশিরভাগ জায়গা ইতিমধ্যে জলমগ্ন হয়ে গিয়েছে। এহেন অবস্থায় জলমগ্ন এলাকাগুলি নিজেই পরিদর্শন করতে গিয়েছিলেন উত্তর মুম্বইয়ের চান্দিভালি বিধানসভার বিধায়ক দিলীপ লাণ্ডে। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন আক্রান্ত ওই কনট্রাক্টর-সহ আরও কয়েকজন সরকারি আধিকারিক। ওই ড্রেনটির পাশ দিয়ে যাওয়ার সময় সেদিকে নজর পড়তেই সাফাইকর্মীদের সেটি পরিষ্কার করার নির্দেশ দেন। এরপরই ওই কনট্রাক্টর নিজের কাজ ঠিক সময়ে না করার জন্য তাঁকে ধমকাতে শুরু করেন তিনি। সেই ইতিমধ্যে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে।

ভিডিওয় দেখা যাচ্ছে, ওই কনট্রাক্টরকে ধমকানোর পর বৃষ্টির মধ্যে তাঁকে ড্রেনের পাশে রাস্তার জমা জলে বসতে বাধ্য করেন বিধায়ক দিলীপ লাণ্ডে। শুধু তাই নয়, আশপাশের আবর্জনা ওই কনট্রাক্টরের মাথায় ঢালার নির্দেশ দেন অন্যান্য সাফাই কর্মীদের৷ বিধায়কের নির্দেশ মেনে সাফাই কর্মীরাও জলমগ্ন রাস্তায় বসা কনট্রাক্টরের মাথায় সমস্ত আবর্জনা ঢেলে দেন। এই কাজের স্বপক্ষে যুক্তি দিয়ে বিধায়ক বলেন, ‘গত ১৫ দিন ধরে আমি কন্ট্রাক্টরকে ফেন করছি৷ অনুরোধ করেছি রাস্তাটা পরিষ্কার করতে৷ তিনি তা করেননি৷ শিবসেনা কর্মীরা মিলে সেই কাজ করেন৷ যখন তিনি সেখানে আসেন, আমি তাঁকে বলি, এটা তাঁর দায়িত্ব এবং তা পালন করা উচিত৷’ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি নিয়ে আলোচনা চলছে জোরকদমে৷ অনেকেই বিধায়কের পক্ষে বললেও, কেউ কেউ আবার ঘটনাটিকে অমানবিক বলে তীব্র সমালোচনা করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *