রাস্তায় ফেলে বিজেপি প্রার্থীকে মারধর, গাড়ি ভাঙচুর, মাথা ফাটল কর্মীর

কলকাতা: ফের আক্রান্ত বিরোধী প্রার্থী৷ এবার আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী৷ বুথে ঝোকার আগে রাস্তায় ফেলে পূর্ব বর্ধমান কেন্দ্রের বিজেপি প্রার্থী পরেশ দাসকে মারধর করা হয়৷ অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে৷ মারধরের ঘটনা জানিয়ে থানায় অভিযোগ দায়ের প্রার্থীর৷ বিজেপি প্রার্থীর অভিযোগ, বুথ দখলের অভিযোগ পেয়ে কালনার যোগীপাড়ার বুথে যান তিনি৷ এরপরই আচমকা তাঁর উপর হামলা চালানো হয়৷

626e3b2ffcb7ab96c404a53548029e3d

রাস্তায় ফেলে বিজেপি প্রার্থীকে মারধর, গাড়ি ভাঙচুর, মাথা ফাটল কর্মীর

কলকাতা: ফের আক্রান্ত বিরোধী প্রার্থী৷ এবার আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী৷ বুথে ঝোকার আগে রাস্তায় ফেলে পূর্ব বর্ধমান কেন্দ্রের বিজেপি প্রার্থী পরেশ দাসকে মারধর করা হয়৷ অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে৷ মারধরের ঘটনা জানিয়ে থানায় অভিযোগ দায়ের প্রার্থীর৷

বিজেপি প্রার্থীর অভিযোগ, বুথ দখলের অভিযোগ পেয়ে কালনার যোগীপাড়ার বুথে যান তিনি৷ এরপরই আচমকা তাঁর উপর হামলা চালানো হয়৷ ঘটনায় জখম হন তিনি৷ পরে, তাঁর গাড়িও ভাঙচুর চালানো হয়৷ পরে, তিনি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন৷ বিজেপির তরফে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও অভিযোগ অস্বীকার শাসকদলের৷

অন্যদিকে, বীরভূম কেন্দ্রের নলহাটিতে বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ৷  হাবিসপুরের বুথে তৃণমূল-বিজেপি সংঘর্ষে মাথা ফাটল এক বিজেপি কর্মীর। দু’দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মারপিট, হাতাহাতি শুরু হয়ে যায় দু’পক্ষের। উত্তেজনা ছড়িয়ে পড়তেই লাঠিচার্জ করে দু’দলের কর্মী-সমর্থকদের ছত্রভঙ্গ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *