অধীরের সামনেই চলল ছাপ্পা, চূড়ান্ত পরিণতি যুবকের

মুর্শিদাবাদ: বিদায়ী সাংসদ অধীর চৌধুরীর সামনেই চলল৷ দৌড়ে গিয়ে এক যুবককে পাকড়াও কংগ্রেস কর্মীদের৷ বহরমপুরের কৃষ্ণনাথ কলেজের ঘটনা৷ অভিযোগ, বুথে ছাপ্পার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান অধীর৷ কলেজে ঢুকতেই এক যুবককে ছাপ্পা ভোট দিতে দেখেন অধীর৷ যুবককে ধরতে নিজেও ছুটে যান৷ ধাওয়া করেন কংগ্রেস কর্মীরা৷ পরে, কলেজের মধ্য থেকেই এক যুবকে হাতেনাতে ধরে ফেলেন কর্মীরা৷ যুবককে

2a55e5fd16ace2b7a76c2d0923cbbac3

অধীরের সামনেই চলল ছাপ্পা, চূড়ান্ত পরিণতি যুবকের

মুর্শিদাবাদ: বিদায়ী সাংসদ অধীর চৌধুরীর সামনেই চলল৷ দৌড়ে গিয়ে এক যুবককে পাকড়াও কংগ্রেস কর্মীদের৷ বহরমপুরের কৃষ্ণনাথ কলেজের ঘটনা৷

অভিযোগ, বুথে ছাপ্পার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান অধীর৷ কলেজে ঢুকতেই এক যুবককে ছাপ্পা ভোট দিতে দেখেন অধীর৷ যুবককে ধরতে নিজেও ছুটে যান৷ ধাওয়া করেন কংগ্রেস কর্মীরা৷ পরে, কলেজের মধ্য থেকেই এক যুবকে হাতেনাতে ধরে ফেলেন কর্মীরা৷ যুবককে ধরে মারধর করা হয়৷ পরে, পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে৷ অন্যদিকে বহরমপুরের শ্রীগুরু পাঠশালায় অধীর চৌধুরীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা৷ পরিস্থিতি বেগতিক দেখে এলাকা ছাড়েন তিনি৷

ভোট লুটের খবর পেয়ে ফের নিজের দাপট দেখালেন অধীর চৌধুরী৷ আজ, সকালে বহরমপুরে কংগ্রেসের এজেন্টকে বসতে বাঁধা দেওয়ার অভিযোগ ওঠে৷ মুহূর্তেই ঘটনাস্থলে যান অধীর৷ বুথে ঢুকে ধমক দিয়ে নতুন করে এজেন্টদের বসানোর ব্যবস্থা করেন৷ কিন্তু, অধীর বুথ ছাড়তেই ফের উত্তেজনা ছড়ায় বিটি কলেজ চত্বরে৷

ভোট শুরু হওয়ার আধঘণ্টার মধ্যেই ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে৷ কেন্দ্রীয় বাহিনী না থাকায় বুথের মধ্যে অবাধে চলে ছাপ্পা৷ অভিযোগ পেয়ে ভোটারদের বাধা দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান কংগ্রেস পার্থী অধীর চৌধুরী৷ এরপরই ভোটারদের বাধা দেওয়ার এক তৃণমূল কর্মীকে আটক করা হয়৷ কংগ্রেসের অভিযোগ, বহরমপুরে অধিকাংশ বুথেই নেই কেন্দ্রীয় বাহিনী৷ ভোট শুরু হতেই না হতেই ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে তৃণমূল কর্মী সমর্থকদের জটলা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷

অধীরের সামনেই চলল ছাপ্পা, চূড়ান্ত পরিণতি যুবকেরঅন্যদিকে, কেন্দ্রীয় বাহিনী না পেয়ে ভোট শুরুই করতেই দিলেন না বর্ধমান-দুর্গাপুরের জোমুয়ার ঘটনা৷ অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনী না পেয়ে বুথের বাইরে প্রতিবাদ ভোটকর্মীর৷ কৃষ্ণনগরের চাপড়ার ঘটনা৷

জোমুয়া হাইস্কুল চত্বরের ভোটারদের একাংশের অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট হয়েছিল৷ এবারের নির্বাচনে সেই স্মৃতি যাতে না ফেরে, সেই দাবিতে সোমবার সকাল থেকে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা৷ ভোটারদের দাবি, কেন্দ্রীয় বাহিনী না এলে ভোট করাতে দেবেন না তাঁরা৷ রাজ্য পুলিশের উপর তাঁদের কোনও ভরসা নেই বলেও এদিন প্রকাশ্যে দাবি জানান ভোটারদের একাংশ৷ স্থানীয়দের বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী৷ এলাকায় স্থানীয়দের বিক্ষোভের খবর পেয়ে বিশাল জমায়েত করেছেন তৃণমূল সমর্থকরাও৷ পরিস্থিতি কার্যত অগ্নিঘর্ভ হয়ে ওঠে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *