কী ভাবে হবে আনলক? চিঠি পাঠিয়ে রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র

কী ভাবে হবে আনলক? চিঠি পাঠিয়ে রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র

d593fac15781f8b89a92828a647c573f

কলকাতা: সংক্রমণ কমলেও কোরনার বিধি নিষেধে ঢিলেমি নয়৷ এই মর্মে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠাল কেন্দ্র৷ পরিস্থিতি বিবেচনা করেই নিয়ন্ত্রণ শিথিত করার সিদ্ধান্ত নিতে হবে৷ করোনা বিধি, পরীক্ষা, চিহ্নিত করণ, চিকিৎসা ও টিকাকরণে জোড় দিতে হবে৷ এই পাঁচ পদ্ধতিতে ভর করেই বিধিনিষেধে শিথিলতার কথা উল্লেখ করা হয়েছে৷ 

আরও পড়ুন- ‘রাজ্যপালের যা লেভেল তাতে বাইডেনের কাছে নালিশ জানাতে পারতেন, কটাক্ষ জ্যোতিপ্রিয়র

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের চিঠিতে মূলত রাজ্যের স্বাস্থ্য ও স্বরাষ্ট্র দফতরকে সতর্ক করা হয়েছে৷ বলা হয়েছে, সারা দেশে সংক্রমণ কমেছে৷ তবে এই মুহূর্তে অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ করতে হবে৷ সতর্কতার সঙ্গে আনলক করতে হবে৷ বিভিন্ন জায়গার গ্রাউন্ড রিয়্যালিটির উপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হবে৷ সেই সঙ্গে টেস্টিং ও টিকাকরণের উপর নজর রাখতে হবে৷ পাশাপাশি চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত সুরক্ষার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে৷ স্বাস্থ্য কর্মীদের উপর হামলার ঘটনা ঘটলে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করতে হবে৷ 

গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত ২ হাজার ৪৮৬ জন৷ মৃত ৫৫৷ রাজ্যে মোট আক্রান্ত ১৪ লক্ষ ৭৯ হাজার ৫২৩৷ সংক্রমণের হার কমে ৫ শতাংশের নীচে৷ তবে সংক্রমণ কমলেও ফের বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *