নিজের পদে আত্মীয়কে নিয়োগে অভিযুক্ত পুলিশ

নিজের পদে আত্মীয়কে নিয়োগে অভিযুক্ত পুলিশ

মোরাদাবাদ: ফের কাঠগড়ায় যোগীরাজ্য৷ আবারও একবার অভিযোগের তির যোগীর পুলিশের দিকে৷ নিজের বদলে শ্যালককে পুলিশ প্রশিক্ষণ দিয়ে কাজে পাঠানোর অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের এক পুলিশ কর্মীর বিরুদ্ধে৷ উত্তরপ্রদেশের ঠাকুরদ্বারা পুলিশ স্টেশনের ঘটনা৷

শুক্রবার এই ঘটনা প্রকাশ্যে আসে৷ জানা গিয়েছে, মুজফফরনগরের বাসিন্দা কনস্টেবল অনিল কুমার  ২০১১ সালে বরেলিতে পুলিশ নিয়োগের পরীক্ষায় পাশ করলেও প্রশিক্ষণে ব্যর্থ হন৷ ২০১২ তেও একই ঘটনা ঘটে মিরাটে ৷ ২০১২ সালের নভেম্বরে ফের গোরখপুরে তৃতীয় বার পরীক্ষা দিলে, পাশ করে কনস্টেবলের পদে চাকরি পান অনিল৷ বরেলিতে শপথ নিয়ে কাজে যোগ দেন কনস্টেবল অনিল কুমার ৷ এরপর তাঁকে বরেলি থেকে মোরাদাবাদে বদলি করা হয় এবং তিনি একটি প্রাথমিক স্কুলের শিক্ষকের চাকরি পান৷ সেখান থেকেই শুরু গন্ডগোল৷

এই সময় তিনি তাঁর শ্যালক সুনীল সোনিকে বাড়িতে পুলিশের অস্ত্র চালনার প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে মোরাদাবাদে তাঁর জায়গায় ডিউটিতে পাঠান বলে অভিযোগ৷ সুনীল মোরাদাবাদে ঠাকুরদ্বারা থানায় উচ্চাধিকারিকের কাছে বরেলি থেকে পাওয়া অনিল কুমারের নামে সংশ্লিষ্ট সরকারি কাগজপত্র জমা দেন এবং আর অনিল কুমারের নামে কনস্টেবল পদে কাজ করতে শুরু করেন৷ তাঁকে সরকার থেকে পিস্তল, কার্বাইন, এসএলআর দেওয়া হয়৷ গত পাঁচ বছর ধরে এই ভাবেই চলছিল৷ মোরাদাবাদের পুলিশ সুপার বিদ্যাশংকর মিশ্র জানান, কনস্টেবলের অনুপস্থিতিতে অন্য একজনকে তাঁর জায়গায় কাজে নিযুক্ত করায় বৃহস্পতিবার একটি অভিযোগ দায়ের হয়েছে৷ তদন্ত করে জানা যায়, পুলিশ কনস্টেবল অনিল কুমার তাঁর জায়গায় নিজের শ্যালককে কাজে নিযুক্ত করেন৷ তাঁকে গ্রেফতার করা হয়েছে৷ এই ঘটনায় পরবর্তী তদন্ত জারি রয়েছে৷ 

কিন্তু প্রশ্ন উঠছে, অনিলের চেহারার সঙ্গে কি পরিচিত ছিলেন না পুলিশ প্রশাসনের আধিকারিকরা, কী ভাবে এত বড় বিষয়টি চোখ এড়িয়ে গেল কর্তৃপক্ষের এবং পাঁচ বছর ধরে পুলিশের নাকের ডগায় এহেন অপরাধ ঘটে চলেছিল, তাঁদের অজান্তেই৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *