২০২০ সালের এশিয়া কাপের দায়িত্ব পেল পাকিস্তান। কিন্তু পাকিস্তানকে দায়িত্ব দেওয়া হলেও, একই সঙ্গে উঠে এল একাধিক প্রশ্ন। গত এশিয়া কাপের আয়োজক দেশ ছিল ভারত। সে সময়ে পাকিস্তান ভারতে খেলতে আসতে বেঁকে বসে। বাধ্য হয়ে পরবর্তীতে তা সরিয়ে নেওয়া হয় নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে। এমনিতেই ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই, বিশ্বের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ। দুই দেশেরই ক্রিকেটীয় উম্মাদনা চূড়ান্ত। কিন্তু সন্ত্রাস, সীমান্ত সমস্যার কারণে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ দীর্ঘদিন ধরেই। এর আগে পাকিস্তানের জেদের কারণে ম্যাচ আমিরশাহীতে সরিয়ে নিতে বাধ্য হয় ভারত। এবার যদি ভারতও একই দাবি করে, সেক্ষেত্রেও ম্যাচ চলে যেতে পারে আমিরশহীতে। আর সেই দাবি অমূলকও নয়। কেননা, ২০০৯ সালে পাকিস্তানে খেলতে গিয়ে আক্রান্ত হন শ্রীলঙ্কার খেলোয়াড়রা। যদিও সেসব এখন অতীত। সূত্রের খবর, বাংলাদেশের রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক হয়। বর্তমানে এসিসির সভাপতির দায়িত্বে রয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দীর্ঘ বৈঠক শেষে এশিয়া কাপের আয়োজনের ভার তুলে দেওয়া হয় পাকিস্তানের হাতে। সভায় আরও উপস্থিত ছিলেন এসিসির সহ-সভাপতি কেএইচ ইমরান ও এহসান মানি (পিসিবি সভাপতি), ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব অমিতাভ চৌধুরী, বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি কামাল পথমাসিরি এবং আফগানিস্তান ক্রিকেটের সভাপতি আজিজুল্লাহ ফজলে। বৈঠক শেষে নাজমুল হাসান পাপন বলেন, ‘আগামী এশিয়া কাপের আয়োজক হবে পাকিস্তান। তবে কোথায় টুর্নামেন্ট আয়োজন করবে, সেটা তাদের সিদ্ধান্ত। গতবার যেমন ভারত সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট আয়োজন করেছিল, পাকিস্তানও চাইলে তেমনটা করতে পারে।’
এশিয়া কাপের দায়িত্বে পাকিস্তান, সংশয় স্থান নিয়ে
২০২০ সালের এশিয়া কাপের দায়িত্ব পেল পাকিস্তান। কিন্তু পাকিস্তানকে দায়িত্ব দেওয়া হলেও, একই সঙ্গে উঠে এল একাধিক প্রশ্ন। গত এশিয়া কাপের আয়োজক দেশ ছিল ভারত। সে সময়ে পাকিস্তান ভারতে খেলতে আসতে বেঁকে বসে। বাধ্য হয়ে পরবর্তীতে তা সরিয়ে নেওয়া হয় নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে। এমনিতেই ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই, বিশ্বের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ। দুই