কলকাতা: বড় ম্যাচের ঠিক আগে মোহনবাগান কোচ শংকরলাল চক্রবর্তীর মন্তব্যে অনুপ্রাণিত হচ্ছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেজান্দ্রো। শনিবার সকালে মোহনবাগান কোচ বলেছিলেন, তিনি ইস্টবেঙ্গল কোচকে শ্রদ্ধা করেন। তার কিছুক্ষণ পরেই সাংবাদিক সম্মেলনে এসে আলেজান্দ্রো বললেন, আমি মোহনবাগান কোচের মন্তব্যে অনুপ্রাণিত হচ্ছি। তবে শংকরলালের মন্তব্যে যতই অনুপ্রাণিত হোন, ইস্টবেঙ্গল কোচ কিন্তু ডার্বির ঠিক ২৪ ঘণ্টা আগে মোহনবাগানের আক্রমণভাগকে যথেষ্ট সমীহ করছেন। তিনি বললেন, ওদের আক্রমণভাগটা বেশ শক্তিশালী। নজর না দিলে বিপদ। আলেজান্দ্রোর জমানার প্রথা ডার্বির আগেও বহাল থাকল। প্রথম ১৫ মিনিট সাংবাদিকদের প্র্যাকটিস দেখতে দেওয়া হল। তারপরই ক্লোজড ডোর। মাঠের বাইরে সেই কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হল। তবে যা জানা গেল তাতে লাল-হলুদ ফুটবলারদের পাসিং ফুটবলের উপরই জোর দেওয়ালেন তিনি। আর ম্যানিকুইনের সাহায্যে তাঁরা প্র্যাকটিস করলেন। সিঙ্গল স্ট্রাইকার জবি জাস্টিনকে রেখেই প্রথম একাদশ সাজাচ্ছেন স্প্যানিশ কোচ।
ডার্বির আগে মোহনবাগানের রক্ষণকে সমীহ লাল হলুদ কোচের
কলকাতা: বড় ম্যাচের ঠিক আগে মোহনবাগান কোচ শংকরলাল চক্রবর্তীর মন্তব্যে অনুপ্রাণিত হচ্ছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেজান্দ্রো। শনিবার সকালে মোহনবাগান কোচ বলেছিলেন, তিনি ইস্টবেঙ্গল কোচকে শ্রদ্ধা করেন। তার কিছুক্ষণ পরেই সাংবাদিক সম্মেলনে এসে আলেজান্দ্রো বললেন, আমি মোহনবাগান কোচের মন্তব্যে অনুপ্রাণিত হচ্ছি। তবে শংকরলালের মন্তব্যে যতই অনুপ্রাণিত হোন, ইস্টবেঙ্গল কোচ কিন্তু ডার্বির ঠিক ২৪ ঘণ্টা আগে মোহনবাগানের