বাতিল অমরনাথ যাত্রা, থাকছে অনলাইন আরতির ব্যবস্থা

বাতিল অমরনাথ যাত্রা, থাকছে অনলাইন আরতির ব্যবস্থা

অমরনাথ: করোনার জন্য এবছরও ফের বাতিল হয়ে গেল অমরনাথ যাত্রা। এনিয়ে পরপর দু’ বছর করোনা আবহে অমরনাথ যাত্রা বাতিল হল৷ একের পর এক বৈঠক ও মন্দির কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানালেন জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। তবে ভক্তদের জন্য অনলাইন আরতির ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।

প্রশাসনের তরফে অবশ্য এর আগে জানানো হয়েছিল, আগামী ২৮ জুন থেকে ৫৬ দিনের অমরনাথ যাত্রা শুরু হবে। সময়সূচি মেনে ২২ আগস্ট যাত্রা শেষ হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী ১৫ এপ্রিল থেকে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশনও শুরু হয়ে গিয়েছিল। যদিও ২২ এপ্রিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া বন্ধ করে দওয়া হয়। এই বিষয়ে জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা টুইটারে জানিয়েছেন, মন্দির কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনা করার পরই করোনা আবহে অমরনাথ যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানুষের প্রাণ বাঁচানো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে বৃহত্তর জনস্বার্থে তীর্থযাত্রা জারি রাখা উচিত হবে না। যদিও সকাল ও সন্ধ্যাবেলা অনলাইনে আরতিতে অংশ নিতে পারবেন ভক্তরা৷ সেজন্য মন্দির কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি। গত বছরও করোনার কারণে অমরনাথ যাত্রা বাতিল করা হয়েছিল ।

ভূস্বর্গের লিদার ভ্যালিতে প্রায় ৩ হাজার ৮৮৮ মিটার উঁচুতে অবস্থিত অমরনাথের গুহা। শিবের ওই গুহামন্দির দেখতে প্রতি বছর হাজার হাজার ভক্ত সমাগম হয়৷ অমরনাথ যাত্রায় মূলত দু’টি রাস্তা দিয়ে গুহায় প্রবেশ করেন দর্শনার্থীরা৷ এর মধ্যে জম্মু থেকে পাহেলগাঁও হয়ে গুহায় যাওয়ার রাস্তা রয়েছে৷ এছাড়া জম্মু থেকে বালতাল হয়েও অমরনাথের গুহায় প্রবেশ করা যায়৷ তবে রাস্তাটি উঁচু, খাঁড়াই ও সরু হওয়ায় ৪১৪ কিলোমিটার অতিরিক্ত রাস্তা সফর করতে হয়৷ আর প্রথম রাস্তায় উপত্যকা ও ঝরনার মধ্যে দিয়ে দুর্গম জঙ্গল পাহাড়ে ঘেরা এলাকা অতিক্রম করতে হয়৷ ফলে এভাবে অমরনাথে পৌঁছতে গিয়ে প্রতিবছরই বেশ কয়েকজন পুণ্যার্থীর মৃত্যু হয়। সঙ্গে সন্ত্রাসবাদীদের হামলার আশঙ্কার মধ্যেই এবার ছিল করোনার ছায়া। অতিমারি পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ না হওয়ায় যাত্রার অনুমতি পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =