বোলপুর: তৃণমূলের পার্টি অফিসের পাশে বস্তাবন্দি বোমা। মঙ্গলবার সকালে বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত কুখুটিয়া গ্রাম থেকে উদ্ধার হয় বস্তাবন্দি বোমা। বোমাগুলি স্থানীয় বাসিন্দারা দেখতে পান এলাকার তৃণমূল পার্টি অফিসের পাশে। ওপর থেকে তিনটি বোমা স্পষ্ট দেখা গেলেও প্রথমে স্থানীয়রা নিশ্চিত হতে পারেননি কতগুলি বোমা রয়েছে।
ভোট পর্ব শেষ হওয়ার পরদিনই এমন বস্তাবন্দী বোমা উদ্ধার স্বভাবতই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে দুবরাজপুর থানার পুলিশ এসে বোমা গুলি উদ্ধার করে। কে বা কারা কি উদ্দেশ্যে বোমা-গুলি তৃণমূল পার্টি অফিসের পাশে রেখে দিয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তৃণমূল পার্টি অফিসের পাশ থেকে বোমা গুলি উদ্ধার হলেও দুবরাজপুর তৃণমূল কোর কমিটির সদস্য রফিউল খান জানান, ‘‘বিজেপি ও সিপিএম পরিকল্পনামাফিক তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য ও এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে তৃণমূল পার্টি অফিসের পাশে রাতের অন্ধকারে বোমা-গুলি রেখে দিয়ে গেছে। এই ঘটনার সাথে তৃণমূলের কোনও যোগাযোগ নেই৷’’