ঘূর্ণিঝড় ফনির জেরে পিছতে পারে লোকসভা নির্বাচন

নয়াদিল্লি: ধেয়ে আসছে ঘূণিঝড় ফনি৷ আবহাওয়া বিভাগ ওডিশার উপকূলে হলুদ সতর্কতা জারি করেছে৷ এই অবস্থায় মুখ্য নির্বাচন কমিশনারের কাছে পাটকুড়া বিধানসভা কেন্দ্রের নির্বাচন পিছিয়ে দিতে আর্জি জানিয়েছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক৷ দিল্লিতে তিনি নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেন। কেন্দ্রাপাড়া লোকসভা কেন্দ্রের পাটকুড়া বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ ১৯ মে৷ বিজেডি প্রার্থী বেদপ্রকাশ আগরওয়ালের মৃত্যুতে পাটকুড়া বিধানসভা কেন্দ্রের

eb13fcd04e69ff9f9f1fdefd374de8a9

ঘূর্ণিঝড় ফনির জেরে পিছতে পারে লোকসভা নির্বাচন

নয়াদিল্লি: ধেয়ে আসছে ঘূণিঝড় ফনি৷ আবহাওয়া বিভাগ ওডিশার উপকূলে হলুদ সতর্কতা জারি করেছে৷ এই অবস্থায় মুখ্য নির্বাচন কমিশনারের কাছে পাটকুড়া বিধানসভা কেন্দ্রের নির্বাচন পিছিয়ে দিতে আর্জি জানিয়েছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক৷

দিল্লিতে তিনি নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেন। কেন্দ্রাপাড়া লোকসভা কেন্দ্রের পাটকুড়া বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ ১৯ মে৷ বিজেডি প্রার্থী বেদপ্রকাশ আগরওয়ালের মৃত্যুতে পাটকুড়া বিধানসভা কেন্দ্রের ভোটের দিন ঠিক হয় ২৯ এপ্রিল৷ কেন্দ্রাপাড়া লোকসভা কেন্দ্রের ভোট শেষ হয়েছে ২৯ এপ্রিল। পাটকুড়া বিধানসভা কেন্দ্রের ভোট ১৯ মে। ওডিশার বৌধ, কালাহান্ডি, সম্বলপুর, দেওগড়, সুন্দরগড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ঘূর্ণিঝড় ফনির গোপালপুর ও চাঁদবালির মধ্যে আছড়ে পড়ার কথা ৩ মে বিকেলে। তারপর সেটি যাবে পুরীর দক্ষিণে। হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ১৭৫ থেকে ১৮৫ কিলোমিটার। তা বেড়ে হতে পারে ২০৫ কিলোমিটার। ২ মে থেকে ৪ মে ওডিশার উপকূলের পরিস্থিতি থাকবে ভয়াবহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *