মুম্বই: তৃতীয় টেস্ট চলতে চলতেই খবরটা পেয়েছিলেন। তাই মেলবোর্ন টেস্ট শেষ হতেই এক মুহূর্ত অপেক্ষা করেননি রোহিত শর্মা৷ বছরের শেষ দিন তাঁদের ঘর আলো করে জন্ম নিয়েছে কন্যা সন্তান৷ মেলবোর্ন থেকেই সরাসরি উড়ে গিয়েছে মুম্বইয়ে৷ স্ত্রী ও সন্তানের পাশেই থাকতে চেয়েছিলেন রোহিত। ৩১ ডিসেম্বর জন্ম হয় রোহিত ও রীতিকার কন্যা সন্তানের। ৩ জানুয়ারি সদ্যজাত মেয়ের একটা ছোট্ট ঝলক টুইটারে পোস্ট করলেন রোহিত শর্মা।
ছবির সঙ্গে রোহিত লেখেন, ‘‘হেলো ওয়ার্ল্ড! সবাইকে ২০১৯-এর শুভেচ্ছা।’’ সঙ্গে সঙ্গেই সেই পোস্ট ছড়িয়ে পড়ে। কমেন্ট, লাইকের বন্যা বয়ে যায়। বোর্ডের থেকে অনুমতি নিয়েই শেষ টেস্ট না খেলে মুম্বই উড়ে গিয়েছিলেন রোহিত৷ বোর্ডের তরফেই জানানো হয়েছে আগামী ৮ জানুয়ারি তিনি দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যোগ দেবেন৷ আগামী ১২ জানুয়ারি থেকে শুরু তিন ম্যাচের ওডিআই সিরিজ৷ দ্বিতীয় ও তৃতীয় ওডিআই খেলা হবে ১৫ ও ১৮ জানুয়ারি৷
Well hello world! Let’s all have a great 2019 ? pic.twitter.com/N1eJ2lHs8A
— Rohit Sharma (@ImRo45) January 3, 2019