এই প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ় জয় করল ভারতীয় ক্রিকেট দল। চার ম্যাচের এই টেস্ট সিরিজ়ে ভারত ২-১ ব্যবধানে জয় লাভ করে। অ্যাডিলেডে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে ভারত ৩১ রানে জয়লাভ করেছিল। তবে পারথে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতকে হারতে হয়েছিল। কিন্তু, মেলবোর্নে আয়োজিত তৃতীয় টেস্ট ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন করে ভারতীয় ক্রিকেট দল। এই টেস্টে তারা ১৩৭ রানে জয়লাভ করে। অবশেষে আজ চতুর্থ টেস্ট ম্যাচ বৃষ্টির কারণে ড্র হয়ে যায়।
আজ অস্ট্রেলিয়ার মাটিতে ৭২ বছর পরে টেস্ট সিরিজ় জয় করল ভারতীয় ক্রিকেট দল। এই টেস্টে হাতের মুঠোয় জয় এলেও বরুণদেবের আশীর্বাদে সেটা ফসকে যায়। এমন একনাগাড়ে বৃষ্টি চললে কার হাতেই বা আর কী করার আছে। গতকাল তো ৯০ ওভারের মধ্যে মাত্র ২৫.২ ওভার খেলা সম্ভব হয়েছে। বাকী সময়টুকু বৃষ্টি আর খারাপ আলোর কারণে দুই দলকে ড্রেসিংরুমে বসেই কাটাতে হল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ়ে ভারত আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিডনি টেস্ট জিততে পারলে ভারত ৩-১ ব্যবধানে জয়লাভ করতে পারত। প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার তারা অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ় জিতল। দ্বিতীয় ইনিংসে ভারতের থেকে এখনও ৩১৬ রান পিছনে ছিল অস্ট্রেলিয়া। গতকালের মতো আজও আধঘণ্টা আগে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, শুরু করা সম্ভব হয়নি। এই অবস্থায় কতটা ম্যাচের আয়োজন করা যাবে, সেইদিকে নজর ছিল।