একই দিনে একই মহিলাকে পরপর ৩টি টিকা প্রয়োগ!

একই দিনে একই মহিলাকে পরপর ৩টি টিকা প্রয়োগ!

থানে: চরম অবহেলা, প্রকাশ্যে এল আরও একটি চাঞ্চল্যকর খবর৷ এক মহিলাকে একই দিনে পর পর কোভিড ১৯-এর তিনটি ডোজ দেওয়া হয়েছে৷ করোনা টিকার একটি ডোজই একদিনে নেওয়ার কথা৷ বর্তমানে দ্বিতীয় ডোজটি দেওয়া হয় ৮৪ দিন বাদে৷ এই ক্ষেত্রে শুধু উলটপুরাণই নয়, মহারাষ্ট্রের থানের এক টিকাকরণ কেন্দ্রে পরপর তিনটি ডোজের ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে ওই শরীরে। এমনই অদ্ভুত অভিজ্ঞতার কথা জানালেন ২৮ বছরের রুপালি সালি। ঘটনার তদন্ত শুরু করেছে পুরসভা।

২৫ জুন ঘটনাটি ঘটে, যখন থানের বাসিন্দা রুপালি  সালি আনন্দনগরের একটি টিকা কেন্দ্রে যান কোভিড ১৯ ভ্যাকসিন নিতে৷ সেখানে যাওয়ার পর উপস্থিত স্বাস্থ্যকর্মী তাঁকে একটি নয়, একটার পর একটা টিকার তিনটি ডোজ দেন৷ কোনও প্রশ্ন না করে তিনি বাড়ি ফিরে আসেন। তারপর তাঁর জ্বর আসে। তাতেই তিনি আতঙ্কিত হয়ে সব ঘটনা স্বামীকে বলেন। এরপরই গোটা বিষয়টি জানাজানি হয়৷ তাঁর স্বামী থানে পুরসভায় ঘটনাটি জানান৷ থানে পুরসভার এক আধিকারিক বলেন, এটি সম্পূর্ণ টিকা কেন্দ্রের কর্মীর গাফিলতিতে ঘটেছে৷ কিনি বলেন, ‘ওই মহিলা জানতেন না টিকাগ্রহণের পদ্ধতি সম্পর্কে৷ তাই পরপর তিনটি ইঞ্জেকশন দেওয়ায় তিনি সংশয় প্রকাশ করেননি৷ তাঁকে আমাদের সিনিয়র চিকিৎসকরা পরীক্ষা করে দেখেছেন, তিনি এখন একদম ভালো আছেন৷’

ঘটনার পর এই ধরনের কোনও কিছু ঘটনার সত্যতা অস্বীকার করেছেন পুরসভার স্বাস্থ্য আধিকারিক ড. ভাইজান্তী দেভজিকর৷ যদিও ঘটনার সত্যতার কথা স্বীকার করেছেন মেয়র নরেশ মাস্কে৷ তবে বিষয়টিকে হাতিয়ার করে মাঠে নেমে পড়েছে বিজেপি। স্থানীয় বিজেপি বিধায়ক নিরঞ্জন দাভখাড়ে বলেন, ‘একজন মহিলাকে একই দিনে একসঙ্গে পর পর তিনটে ডোজ দেওয়া হল, আর কেউ সেটা জানতে পারল না৷ আমরা অপরাধীকে কড়া শাস্তির দাবি জানাচ্ছি৷’ করোনা টিকাকরণে এতটা গাফিলতি? এ তো প্রায় জনগণের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *