মোদির বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে বিপাকে তেজবাহাদুর যাদব

নয়াদিল্লি: বারাণসী কেন্দ্রের এসপি প্রার্থী অপসারিত বিএসএফ কনস্টেবল তেজবাহাদুর যাদবের মনোনয়ন বাতিল হতে পারে। সোমবার সপা প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেন তেজবাহাদুর। তাঁর মনোনয়ন খতিয়ে দেখতে গিয়ে বেশ কিছু গরমিল নজরে আসে কমিশনের। এরপরেই কমিশনের পক্ষ থেকে নো অবজেকশন শংসাপত্র আনার জন্য তেজবাহাদুরকে নোটিস পাঠায় কমিশন। ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে এই শংসাপত্র জমা দিতে হবে।

মোদির বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে বিপাকে তেজবাহাদুর যাদব

নয়াদিল্লি: বারাণসী কেন্দ্রের এসপি প্রার্থী অপসারিত বিএসএফ কনস্টেবল তেজবাহাদুর যাদবের মনোনয়ন বাতিল হতে পারে। সোমবার সপা প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেন তেজবাহাদুর। তাঁর মনোনয়ন খতিয়ে দেখতে গিয়ে বেশ কিছু গরমিল নজরে আসে কমিশনের।

এরপরেই কমিশনের পক্ষ থেকে নো অবজেকশন শংসাপত্র আনার জন্য তেজবাহাদুরকে নোটিস পাঠায় কমিশন। ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে এই শংসাপত্র জমা দিতে হবে। কেন তাঁকে অপসারিত করা হয়েছিল, তা স্পষ্ট করে শংসাপত্রে উল্লেখ থাকতে হবে বলে জানানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে শংসাপত্র জমা না দিলে, তাঁর মনোনয়ন বাতিল করা হতে পারে। ওই নোটিসে বলা হয়েছে, কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনস্ত কোনও কর্মচারি দুর্নীতি বা আনুগত্যের অভাবে বরখাস্ত হলে পাঁচ বছর পর্যন্ত তিনি ভোটে দাঁড়ানোর যোগ্য বলে বিবেচিত হন না। বরখাস্তের দিন থেকে এই হিসেব করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 5 =