মাওবাদী দমনে ব্যর্থ মোদির সরকার: মমতা

কলকাতা: নির্বাচনী প্রচারে বেরিয়ে মহারাষ্ট্রের মাওবাদী হামলা নিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মাওবাদী হামলা নিয়ে বিজেপিকে নিশানা করে আন্দুলের সভায় মমতা বলেন, ‘‘বাংলায় মাওবাদী উপদ্রুত এলাকা শান্ত। বিজেপি শাসিত রাজ্যে মাওবাদী দমন হয়নি। ছত্তীসগড়, মহারাষ্ট্রে মাওবাদী দমন হয়নি। মাওবাদী দমনে পুরোপুরি ব্যর্থ মোদির সরকার৷’’ আজ বুধবার দুপুরে মহারাষ্ট্রের গড়চিরোলিতে মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছেন

মাওবাদী দমনে ব্যর্থ মোদির সরকার: মমতা

কলকাতা: নির্বাচনী প্রচারে বেরিয়ে মহারাষ্ট্রের মাওবাদী হামলা নিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মাওবাদী হামলা নিয়ে বিজেপিকে নিশানা করে আন্দুলের সভায় মমতা বলেন, ‘‘বাংলায় মাওবাদী উপদ্রুত এলাকা শান্ত। বিজেপি শাসিত রাজ্যে মাওবাদী দমন হয়নি। ছত্তীসগড়, মহারাষ্ট্রে মাওবাদী দমন হয়নি। মাওবাদী দমনে পুরোপুরি ব্যর্থ মোদির সরকার৷’’ আজ বুধবার দুপুরে মহারাষ্ট্রের গড়চিরোলিতে মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৫ জওয়ান৷

এদিনের সভা থেকে বিজেপি ‘ফেক’ পার্টি, ‘ফেল’ পার্টি বলেও কটাক্ষ করেন মমতা৷ আন্দুলের সভায় বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিজেপি ফেক পার্টি, ফেল পার্টি, ভোটের পর ফেল করবে ওরা। ভোট এলেই বিজেপির মুখে রাম-সীতার নাম। ভোট এলেই মন্দির তৈরির প্রতিশ্রুতি। ভোট কিনতে টাকা দিচ্ছে, বাইক দিচ্ছে। নরেন্দ্র মোদীর পতন অনিবার্য৷’’

মোদি-শাহকে কাঠগড়ায় তুলে তাঁদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন মমতা৷ মমতা বলেন, ‘‘আমাদের ব্লক সভাপতির যা যোগ্যতা আছে, সেই যোগ্যতা অমিত শাহের নেই। চ্যালেঞ্জ করে বলছি। একজন জেলা সভাপতির যে যোগ্যতা রয়েছে, তা নরেন্দ্র মোদীর নেই৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + sixteen =