আমেথি: কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর থেকে উত্তরপ্রদেশের প্রতিটি কোণা চষে বেড়াচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। এরইমাঝে তাঁর একটি মন্তব্য থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বারাণসীসে কংগ্রেসের প্রার্থী হওয়ার সম্ভাবনা জোরালো হয়। যদিও শেষ পর্যন্ত তিনি লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু কেন? বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানালেন, কোনও ভয় থেকে নয়। দলের নির্দেশ মেনে তিনি চলেন। এখন তাঁর উদ্দেশ্য, উত্তরপ্রদেশে দলের ভিত্তি আরও মজবুত করা। সেই লক্ষ্যে তিনি এগিয়ে চলেছেন।
সাক্ষাৎকারের প্রতিটি উত্তরে বিজেপির বিরুদ্ধে জোরদার সওয়াল করলেন সোনিয়া গান্ধীর কন্যা। রাজনীতির ময়দানে তিনি নবাগতা হলেও লড়াইয়ে তিনি যে পোড় খাওয়া নেত্রী, তা বারবার বুঝিয়ে দিয়েছেন। প্রিয়াঙ্কার স্পষ্ট বক্তব্য, জাতীয়তাবাদ মানে মানুষ এবং দেশের প্রতি প্রেম। কিন্তু বিজেপি এদেশের মানুষকে শ্রদ্ধা করে না। তাদের কাছে জাতীয়তাবাদ মানে শুধুই বিদ্বেষ। মোদি সরকারের আমল নিয়ে দেশের মানুষ ক্ষুব্ধ। তাঁরা অত্যন্ত কষ্টে আছেন। আগামী ২৩ মে বিজেপি যোগ্য জবাব পাবে।