নয়াদিল্লি: আর কয়েকদিন পরেই সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে। আর তার আগেই এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুজনের মধ্যে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা না গেলেও মনে করা হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে দুজনে বৈঠক করেছেন। এদিন রাষ্ট্রপতি ভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আগামীদিনের সরকারের নীতি কী হবে এবং কী কী বিল পেশ করা হবে তার বিষয়ে আলোচনা করেছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। একইসঙ্গে নতুন মন্ত্রিসভা এবং দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়েও দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, আগামী ১৯ জুলাই সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে। যা আগামী ১৩ অগস্ট শেষ হবে। করোনা-পূর্ববর্তী সময়ের মতো শেষ সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে সংসদ। নিয়ম মেনেই অধিবেশনে জিরো আওয়ার ও প্রশ্নোত্তর পর্ব থাকছে। যদিও স্পষ্ট জানান হয়েছে, সদস্যদের টিকা বাধ্যতামূলক না হলেও সম্পূর্ণ করোনা বিধি মানতে হবে সকলকে।
আরও পড়ুন- বিধিনিষেধ মেনে পড়শি রাজ্যে খুলছে স্কুল, সেই পথে যেতে নারাজ বাংলা
এদিকে আবার জানা গিয়েছে, দিল্লি সফরে যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নের সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানান, প্রতি বছর অধিবেশন শুরু হলে তিনি একবার দিল্লি যান, সেখানে গিয়ে অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয় তাঁর। এবার করোনাভাইরাস পরিস্থিতির কারণে ভোটে জেতার পর সেখানে যাওয়া হয়নি তাই তিনি একবার দিল্লি যাবেন। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, কবে তিনি দিল্লি যাচ্ছেন তা এখনো ঠিক হয়নি কিন্তু দিল্লি গেলে সময় পেলে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন। সূত্রের খবর, লোকসভা ভোটকে পাখির চোখ করে ২৫ জুলাই দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো৷ জানা গিয়েছে, সেখানে কম করে ৫ দিন থাকবেন তিনি৷