IPL-এর উদ্বোধনী অনুষ্ঠানের অর্থ শহিদ পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত

নয়াদিল্লি: এবার IPL-র উদ্বোধনী অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিল কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটার্স৷ উদ্বোধনে যে টাকা ব্যয় হত তা পুলওয়ামায় শহিদদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ আজ দিল্লিতে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটার্সের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ অন্যদিকে, পুলওয়ামা জঙ্গি হামলার জেরে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে বিশ্বকাপের মঞ্চেও ভারত যেন পাকিস্তানের সঙ্গে না খেলে৷ যা নিয়ে পক্ষে-বিপক্ষে

IPL-এর উদ্বোধনী অনুষ্ঠানের অর্থ শহিদ পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত

নয়াদিল্লি: এবার IPL-র উদ্বোধনী অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিল কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটার্স৷ উদ্বোধনে যে টাকা ব্যয় হত তা পুলওয়ামায় শহিদদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ আজ দিল্লিতে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটার্সের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

অন্যদিকে, পুলওয়ামা জঙ্গি হামলার জেরে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে বিশ্বকাপের মঞ্চেও ভারত যেন পাকিস্তানের সঙ্গে না খেলে৷ যা নিয়ে পক্ষে-বিপক্ষে বিভিন্ন মত আসছিল৷ কিন্তু, শুক্রবার বিসিসিআইয়ের COA-র পক্ষ থেকে বিনোদ রাই জানিয়ে দেন, পুলওয়ামা ঘটনার পর পাকিস্তানের সঙ্গে কোনওরকম সম্পর্ক কারোর রাখা উচিত নয়৷ পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বয়কট করার বিশষে এখনই এরকম কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানালেন BCCI-র প্রশাসক বিনোদ রাই৷

শুক্রবার BCCI-এর সভায় এই নিয়ে আলোচনা হলেও আপাতত ‘কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্তের’ কথা জানিয়েছেন CoA প্রধান বিনোদ রাই। তবে একই সময়ে ICC-কে চিঠি লিখে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বাদ দিতে অনুরোধ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের CEO রাহুল জোহরি। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা ICC-কে চিঠিতে BCCI CEO জানিয়েছেন, ‘বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ও আধিকারিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারতীয় ক্রিকেট বোর্ড।’ এমন সময়ে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র, এমন দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার’ আবেদন করা হয়েছে BCCI-এর তরফে। চিঠিতে পাক মদতপুষ্ট জঙ্গিদের হানায় ৪৪ CRPF জওয়ানের নিহতের কথাও উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =