নয়াদিল্লি: হিন্দুধর্মের অবমাননার অভিযোগে সীতারাম ইয়েচুরিকে ক্ষমা চাইতে বলল বিজেপি৷ হিন্দুধর্মের সঙ্গে হিংসার যোগ রয়েছে বলে মন্তব্য করায় সীতারাম ইয়েচুরিকে ক্ষমা চাওয়ার দাবি তোলেন বিজেপি মুখপাত্র নরসিমা রাও এই দাবি জানান৷
সিপিএম সাধারণ সম্পাদক দলীয় মুখপত্র পিপলস ডেমোক্র্যাসিতে বেরনো নিবন্ধে বলেছেন, ‘ভোপালে স্বাধ্বী প্রজ্ঞাকে ভোটপ্রার্থী করার সিদ্ধান্ত বিজেপির ‘সাম্প্রদায়িক’ হিন্দু ভোটব্যাংক এককাট্টা করার প্রয়াসেরই প্রতিফলন।’ হিন্দুরা কখনই হিংসাশ্রয়ী হতে পারে না বলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও সমালোচনা করে ইয়েচুরি লিখেছেন, ‘ভয়ঙ্কর সংঘর্ষ, যুদ্ধবিগ্রহের কাহিনিতে পূর্ণ ভারতের ইতিহাসকে মুছে দিচ্ছেন মোদি। এটা বিস্ময়ের, একজন আরএসএস প্রচারক বলছেন, যুদ্ধবিগ্রহ, হিংসাত্মক লড়াইয়ের অজস্র কাহিনিতে ভরা মহাকাব্য রামায়ণ, মহাভারত আমাদের ইতিহাসের একমাত্র উত্স৷’
ইয়েচুরির এই মন্তব্যের পর মাঠে নামে বিজেপি৷ বিজেপি মুখপাত্র পাল্টা অভিযোগ তুলে বলেন, ‘‘অনেক বিরোধী নেতা দূর্যোধন, রাবণের মতো খারাপ চরিত্রকে অনুসরণ করছেন, কিন্তু হিন্দুরা ভগবান কৃষ্ণ, রামের পুজো করেন, দূর্যোধন ও রাবণ যে অশুভের প্রতিনিধি, তার পরাজয় উদযাপন করেন। এতদিন কংগ্রেস নেতারা সংখ্যালঘু তোষণের লক্ষ্যে হিন্দু সন্ত্রাস, গেরুয়া সন্ত্রাসের মতো শব্দবন্ধ ব্যবহার করে হিন্দুধর্মকে সন্ত্রাসবাদের সঙ্গে জুড়েছেন, এখন বাম নেতাটি কংগ্রেসের সেই ঘৃণ্য রাজনীতির রাস্তায় হাঁটছেন৷ অবিলম্বে ইয়েচুরি প্রকাশ্যে ক্ষমা চান৷’’