বাংলার মানুষ দিদির পাত্র দেখে ভোট দেবে না: বিপ্লব দেব

বারাসত: বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বসিরহাট ও জয়নগর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সায়ন্তন বসু এবং অশোক কাণ্ডারির সমর্থনে জনসভা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। বসিরহাট লোকসভা কেন্দ্রের হাড়োয়ার গোপালপুরের সভায় তিনি বলেন, আপনারা পাত্র না দেখে ভোট দেবেন? দিদির কাছে পাত্রই নেই। অথচ দিদি বরযাত্রী নিয়ে ঘুরছেন। বাংলার মানুষ এত বোকা নয়। বাংলার

বাংলার মানুষ দিদির পাত্র দেখে ভোট দেবে না: বিপ্লব দেব

বারাসত: বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বসিরহাট ও জয়নগর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সায়ন্তন বসু এবং অশোক কাণ্ডারির সমর্থনে জনসভা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। বসিরহাট লোকসভা কেন্দ্রের হাড়োয়ার গোপালপুরের সভায় তিনি বলেন, আপনারা পাত্র না দেখে ভোট দেবেন? দিদির কাছে পাত্রই নেই। অথচ দিদি বরযাত্রী নিয়ে ঘুরছেন। বাংলার মানুষ এত বোকা নয়। বাংলার মানুষ বরযাত্রী নয়, পাত্র দেখে ভোট দেবে। পাত্র যদি থেকেই থাকেন, তিনি হলেন নরেন্দ্র মোদি।

জয়নগর লোকসভা কেন্দ্রের সুন্দরবনের গোসাবা দ্বীপের রাঙাবেলিয়ায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, এখানে মমতা দিদির সিন্ডিকেটরাজ চলছে। সেই সিন্ডিকেট সুন্দরবনের মানুষের অধিকার হরণ করে ‘দাদাগিরি’ চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, এদিন বিজেপির সভায় যাতে কোনও মানুষ আসতে না পারে, সেজন্য বিভিন্ন জায়গায় নৌকা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক জায়গাতেই পানীয় জল বন্ধ করে দেওয়া হয়েছে। তাসত্ত্বেও সুন্দরবনের মানুষ বিজেপির সভায় এসেছেন।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, দাদাগিরি করে বেশিদিন সরকারে টিকে থাকা যায় না। তার উদাহরণ মুঘলরাজ ও দু’শো বছরের ইংরেজরাজ। এই বঙ্গের সন্তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসুর মতো মানুষের আন্দোলনের কাছে পরাজিত হতে হয়েছিল ব্রিটিশ শাসনকে। আপনারও সময় হয়ে এসেছে। বাংলার মানুষকে আপনি ঠকিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =