সেনা টুপি পরে রাজনীতি করছে ভারত! শাস্তি চেয়ে ICC-র দ্বারস্থ পাকিস্তান

নয়াদিল্লি: ভারত-পাক উত্তেজনা বাড়িয়ে এবার বিরাট কোহলিদের বিরুদ্ধে ICC-র কাছে নালিশ জানাতে চলেছে পাকিস্তান৷ পাক তথ্য-সম্প্রচার মন্ত্রীর অভিযোগ, সেনা টুপি পরে খেলতে নেমে ভারতীয় ক্রিকেট দল অহেতু রাজনীতি করছে৷ খেলার মাঠে রাজনীতি করার অভিযোগ তুলে আইসিসি’র কাছে অভিযোগ জানাতে চলেছে পাকিস্তান৷ শনিবার ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের বিরুদ্ধে সরর হয়ে টুইট করেন পাকিস্তানের তথ্য-সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরি৷ লেখেন,

7481b4b095bacf8b77778c101658af33

সেনা টুপি পরে রাজনীতি করছে ভারত! শাস্তি চেয়ে ICC-র দ্বারস্থ পাকিস্তান

নয়াদিল্লি: ভারত-পাক উত্তেজনা বাড়িয়ে এবার বিরাট কোহলিদের বিরুদ্ধে ICC-র কাছে নালিশ জানাতে চলেছে পাকিস্তান৷ পাক তথ্য-সম্প্রচার মন্ত্রীর অভিযোগ, সেনা টুপি পরে খেলতে নেমে ভারতীয় ক্রিকেট দল অহেতু রাজনীতি করছে৷ খেলার মাঠে রাজনীতি করার অভিযোগ তুলে আইসিসি’র কাছে অভিযোগ জানাতে চলেছে পাকিস্তান৷

শনিবার ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের বিরুদ্ধে সরর হয়ে টুইট করেন পাকিস্তানের তথ্য-সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরি৷ লেখেন, ‘‘সেনা টুপি পরে ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে জড়িয়ে দিচ্ছে ভারত৷ খেলা মাঠে রাজনীতি কখনই মেনে নেওয়া যায় না৷’’

পাক মন্ত্রীর অভিযোগ, ‘‘ক্রিকেটকে জেন্টেলম্যানস গেম বলা হয়৷ কিন্তু ফৌজি টুপি পরে মাঠে রাজনীতিতে নেমে পড়ল কোহলিরা৷ এই আচরণের তীব্র নিন্দা জানাই৷ ভারতের এই আচরণের জন্য আইসিসি’র কাছে কড়া শাস্তির দাবি জানাবে পাক ক্রিকেট বোর্ডক৷’’

পুলওয়ামায় নিহত সিআরপিএফ জওয়ানদের স্মৃতিতে ভারতীয় ক্রিকেট দল মাথায় পরেন সেনাদের বিশেষ টুপি। শুক্রবার অস্ট্রেলিয়ার সঙ্গে তৃতীয় একদিনের ম্যাচে এভাবেই মাটে নামেন টিম কোহলি। ক্রিকেটাররা তাঁদের ম্যাচ ফি জাতীয় প্রতিরক্ষা তহবিলে দান করেছেন।

টসের সময় ক্যাপ্টেন বিরাট কোহলি ক্যামোফ্লেজ মিলিটারি টুপি মাথায় দিয়ে মাঠে আসেন। টুপির ওপর বিসিসিআইয়ের লোগো লাগানো ছিল। বিরাট বলেন, “এটা বিশেষ টুপি। সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা। এই ম্যাচের ফি আমরা দান করছি প্রতিরক্ষা তহবিলে। সাবই সেনা জওয়ানদের পাশে দাঁড়ান।” টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনি টিমের সদস্যদের হাতে এই টুপি তুলে দেন। ভারতীয় টিমের খেলোয়াড়রা ম্যাচ ফি হিসেবে পান আট লাখ টাকা। রিজার্ভ খেলোয়াড়রা পান তার অর্ধেক। এর আগে বিসিসিআই আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের পুরো টাকাটাই সিআরপিএফ জওয়ানদের পরিবারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবছর আইপিএলের কোনও উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *