এবার দীপাকে নকল করবে বার্বি ডল

কলকাতা : বার্বির বয়স হল ৬০ বছর। তাকে স্মরণীয় করে রাখতে পৃথিবীর ১৮টি দেশের মহিলা রোল মডেলকে বার্বি পুতুলের আদলে এনে সম্মান জানাল তারা। ভারতের জিমন্যাস্ট দীপা কর্মকার তাঁদের একজন।তালিকায় আরও রয়েছেন মার্কিন টেনিল খেলোয়াড় নাওমি ওসাকা, জার্মান সাইক্লিস্ট ক্রিস্টিনা ভোগেলরা। বার্বির প্রধান ম্যাটেল জানিয়েছেন, মেয়েদের সশক্তকরণের তাঁরা প্রবল সমর্থক। নানা পেশার মেয়েদের তুলে এনে

149e92c2b85269d38652ec8bc2817624

এবার দীপাকে নকল করবে বার্বি ডল

কলকাতা : বার্বির বয়স হল ৬০ বছর। তাকে স্মরণীয় করে রাখতে পৃথিবীর ১৮টি দেশের মহিলা রোল মডেলকে বার্বি পুতুলের আদলে এনে সম্মান জানাল তারা। ভারতের জিমন্যাস্ট দীপা কর্মকার তাঁদের একজন।তালিকায় আরও রয়েছেন মার্কিন টেনিল খেলোয়াড় নাওমি ওসাকা, জার্মান সাইক্লিস্ট ক্রিস্টিনা ভোগেলরা। বার্বির প্রধান ম্যাটেল জানিয়েছেন, মেয়েদের সশক্তকরণের তাঁরা প্রবল সমর্থক। নানা পেশার মেয়েদের তুলে এনে তারা বার্বির গ্রাহকদের সেই ধারণাই দিতে চান। দীপা টুইটারে জানিয়েছেন, আমি সম্মানিত। আশা করি, অন্য মেয়েরাও উৎসাহিত হবে। দীপা পাঁচজন মহিলা জিমন্যাস্টের একজন যিনি প্রদুনোভা ভল্ট দিতে পারেন। অল্পের জন্য অলিম্পিক ব্রোঞ্জ হাতছাড়া হয়েছিল তাঁর। তিনিই ভারতের প্রথম মহিলা জিমন্যাস্ট যিনি পোল ভল্টের ফাইনালে উঠেছিলেন। প্রতিটি বার্বি পুতুলের থেকে ১ ডলার বার্বি মহিলাদের জন্য কাজ করা বার্বি ড্রিম গ্যাপ প্রজেক্ট ফান্ডে দান করা হবে। এর আগে মেক্সিকোর পর্বতারোহী মায়া গাবেরিয়া, লেখিকা কার্লা হুইলক, ব্রিটিশ সুপার মডেল আদোভা আবোয়ার আদলে বার্বি পুতুল তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *