নিজের ছাতা নিজে ধরতেই টুইটারে ট্রেন্ড ‘আমার গর্ব’, ভাবমূর্তি বদলের কৌশল মোদীর?

নিজের ছাতা নিজে ধরতেই টুইটারে ট্রেন্ড ‘আমার গর্ব’, ভাবমূর্তি বদলের কৌশল মোদীর?

নয়াদিল্লি:  বাদল অধিবেশনের প্রথম দিনে দিল্লির আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। প্রধানমন্ত্রী যখন সংসদে পা রাখেন তখনও হালকা বৃষ্টি হচ্ছে। গাড়ি থেকে নেমে নিজের ছাতা নিজেই ধরলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল সেই ছবি৷ নেটিজেনদের একাংশ লিখলেন, ‘আমার প্রধানমন্ত্রী, আমার গর্ব’৷  

আরও পড়ুন- গোমাংস দিয়ে তৈরি? ক্যাডবেরি বয়কটের ডাক নেটিজেনদের

ছাতা মাথায় দিয়েই এদিন সাংবাদিকদের মুখোমুখি হন নমো৷ তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী, অর্জুন রাম মেঘাওয়াল ও ভি মুরলীধরন৷ উল্লেখ্য বিষয় হল, সকলেই এদিন নিজেদের ছাতা নিজেরাই ধরেছিলেন৷ এর মাঝে প্রধানমন্ত্রীকে নিজের ছাতা নিজে ধরতে দেখে আপ্লুত দেশবাসী৷ অনেকে আবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মনমোহন সিং-এর সঙ্গেও তুলনা টেনে ছবি পোস্ট করলেন৷ যে ছবিগুলিতে রাহুল-প্রিয়াঙ্কা এবং মনমোহন সিংয়ের মাথায় অন্য কাউকে ছাতা ধরে থাকতে দেখে গিয়েছে৷ সঙ্গে লেখা হয়েছে, ‘মানুষের নেতা আর পরিবারের নেতার মধ্যে এটাই পার্থক্য৷’’

সাধারণত প্রধানমন্ত্রীর মাথায় এসপিজি কম্যান্ডোরদের ছাতা ধরতে দেখা যায়৷ স্বাধীনতার পর থেকে সেই ছবি দেখতেই অভ্যস্ত দেশবাসী৷ কিন্তু সেখানে আজ এক ব্যতিক্রমী ছবি উঠে আসে৷ প্রধানমন্ত্রীর ধারে কাছেও ছিল না এসপিজি কমান্ডাররা৷ নিজের ছাতা নিজেই ধরেন তিনি৷ যদিও আমেরিকা বা পাশ্চাত্যের দেশগুলিতে এমনটা হামেশাই দেখা যায়৷ তবে নমোর এই ছবি দেখে অনেকেই বলছেন ২০২৪-এর আগে ইমেজ মেকওভারের কৌশল নিয়েছেন মোদী৷ আজকের ছবি তারই একটা অঙ্গ৷ দেশের মানুষের কাছে পৌঁছতে আগাগোড়াই নিজের ছেলেবেলার কাহিনী তুলে ধরার চেষ্টা করেছেন নমো৷ নিজেকে চা বিক্রেতা বলেও পরিচয় দিয়েছেন৷ সবকা সাথ সবকা বিকাশ স্লোগান তিনি যেমন সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার ডাক দিয়েছেন, তেমনই এই ছবির মধ্যে দিয়ে মাটির কাছে থাকার বার্তা দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী৷ 

আরও পড়ুন- নিশীথের নাম না করেই আক্রমণ ডেরেক ও’ব্রায়েনের, অশান্তি লোকসভাতেও

যখন সোশ্যাল মিডিয়ায় মোদীকে নিয়ে মাতামাতি, হ্যাশট্যাগে ট্রেন্ড হয়ে উঠেছে ‘আমার প্রধানমন্ত্রী আমার গর্ব’, তখন  নেটিজেনদের একাংশ এই মাতামাতিতে নারাজ৷ তাঁদের বক্তব্য, এই ছবি নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই৷ এক ইউজারের কথায়, ‘‘এই ছবি নিয়ে মাতামাতির কী আছে, সেটাই ভাবছি৷ প্রকৃত আচরণ তখনই হবে যখন উনি শুধু নিজের কথা বলবেন না৷ বরং সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দেবেন৷’’      
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 5 =