বাংলায় মদ-মাংস দিয়ে ভোট করানো হচ্ছে: মমতা

অশোকনগর: বিজেপিকে বিঁধতে গিয়ে বাংলা ভোটের পুরানোর ‘ঐতিহ্যের’কেই তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কমিশনের কড়া নজরদারি থাকা সত্ত্বেও বাংলায় টাকা বিলিয়ে, মদ-মাংস দিয়ে ভোট করানো হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ টাকার বিনিময়ে ভোটের রোগ রুখতে দলীয় কর্মীদেরও নির্দেশ দেন মমতা৷ বলেন, ‘‘বুথ দখল করার জন্য টাকা দেওয়া হচ্ছে৷ রাতে টাকা

বাংলায় মদ-মাংস দিয়ে ভোট করানো হচ্ছে: মমতা

অশোকনগর: বিজেপিকে বিঁধতে গিয়ে বাংলা ভোটের পুরানোর ‘ঐতিহ্যের’কেই তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কমিশনের কড়া নজরদারি থাকা সত্ত্বেও বাংলায় টাকা বিলিয়ে, মদ-মাংস দিয়ে ভোট করানো হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷

টাকার বিনিময়ে ভোটের রোগ রুখতে দলীয় কর্মীদেরও নির্দেশ দেন মমতা৷ বলেন, ‘‘বুথ দখল করার জন্য টাকা দেওয়া হচ্ছে৷ রাতে টাকা বিলি করা হচ্ছে৷ আমি বলছি, প্রয়োজনে আপনারা রাত-পাহারা দিন৷ যাতে মদ-মাংস, টাকার বিনিময়ে বিজেপি ভোট করাতে না পারে৷’’

টাকার বিনিয়ে ভোটের প্রসঙ্গ তুলে মোদিকেও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, ‘‘মোদির কম্পট থেকে বড়বড় কালো বাক্স বেড়চ্ছে৷ বিজেপির নেতা-মন্ত্রীরা বাংলায় টাকার বাক্স নিয়ে আসছে৷ কিন্তু, বলে রাখি, ওই সমস্ত বাক্স নিয়ে কিছুই হবে না৷ মানুষ কাজ দেখে ভোট দেয়৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 4 =