যৌন কেলেঙ্কারির দায়ে ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থীকে গ্রেপ্তারের নির্দেশ

ডায়মন্ড হারবার: নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়কে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ শিশু সুরক্ষা কমিশনের৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিজেপি প্রার্থীকে গ্রেপ্তারের নির্দেশ নির্বাচন কমিশনে৷ শিশু সুরক্ষা কমিশনের তরফে জানানো হয়েছে, গত ২৬ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনার ফলতা এলাকায় বছর ১৭-র এক নাবালিকাকে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন৷ বিজেপি

3 stocks recomended

ডায়মন্ড হারবার: নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়কে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ শিশু সুরক্ষা কমিশনের৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিজেপি প্রার্থীকে গ্রেপ্তারের নির্দেশ নির্বাচন কমিশনে৷

শিশু সুরক্ষা কমিশনের তরফে জানানো হয়েছে, গত ২৬ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনার ফলতা এলাকায় বছর ১৭-র এক নাবালিকাকে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন৷ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ফলতা থানায় দায়ের করা হয় অভিযোগ৷ পকসো আইনে অভিযোগ দায়ের করে পুলিশ৷ খবর দেওয়া হয় শিশু সুরক্ষা কমিশনে৷ কমিশনের তরফে জানানো হয়, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা আছে৷ ফলে, অবিলম্বে বিজেপি প্রার্থীকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে৷ বিষয়টি কমিশনেও জানানো হয়েছে৷ অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করার নির্দেশও দেওয়া হয়েছে৷ অবশ্য এই পুরো ঘটনাকে সাজানো বলে সংবাদমাধ্যমে মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী তথা রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − four =