কার দখলে থাকবে ষষ্ঠ দফার ৮ কেন্দ্রের ভাগ্য?

কলকাতা: শেষ হল ষষ্ঠ দফার ভোটের প্রচার৷ অপেক্ষা শান্তির নির্বাচন৷ রাজ্যের তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুরে ভোটগ্রহণ রবিবার। সবকটিই এখন তৃণমূলের দখলে। এই দফায় থাকছে ৭৭০ কোম্পানি আধা সামরিক বাহিনী। ৫টি জেলার প্রতিটি থানায় থাকছে দুটি করে কুইক রেসপন্স টিম। এই পর্বে ৭টি রাজ্যের ৫৯টি কেন্দ্রে ভোটগ্রহণ। গতবার, ২০১৪ সালে এই

কার দখলে থাকবে ষষ্ঠ দফার ৮ কেন্দ্রের ভাগ্য?

কলকাতা: শেষ হল ষষ্ঠ দফার ভোটের প্রচার৷ অপেক্ষা শান্তির নির্বাচন৷ রাজ্যের তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুরে ভোটগ্রহণ রবিবার। সবকটিই এখন তৃণমূলের দখলে। এই দফায় থাকছে ৭৭০ কোম্পানি আধা সামরিক বাহিনী। ৫টি জেলার প্রতিটি থানায় থাকছে দুটি করে কুইক রেসপন্স টিম।

এই পর্বে ৭টি রাজ্যের ৫৯টি কেন্দ্রে ভোটগ্রহণ। গতবার, ২০১৪ সালে এই আসনগুলির মধ্যে বিজেপি জিতেছিল ৪৪টি। জোটসঙ্গীদের ধরলে ৪৬টি আসনে। উত্তরপ্রদেশের ১৪টি, হরিয়ানার ১০টি, বিহার ও মধ্যপ্রদেশের ৮টি করে, দিল্লির ৭টি এবং ঝাড়খণ্ডের ৪টি আসনে ভোটগ্রহণ হবে।

রাজ্যের আসনগুলির মধ্যে জঙ্গলমহলের আদিবাসী প্রধান চারটি আসন খুবই গুরুত্বপূর্ণ। উত্তরপ্রদেশের ১৫টির মধ্যে ১২টি আসন গতবার পেয়েছিল বিজেপি। একটি জিতেছিল আপনা দল, একটি সমাজবাদী পার্টি। বিজেপিকে হারাতে এবার সপা-বসপার জোট কতটা সফল হয়, সেদিকেই সবার নজর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − fourteen =