কাঞ্চনজঙ্ঘা জয় করলেন আরও ৪ বাঙালি

কলকাতা: বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা জয় করলেন চার বাঙালি। বিপ্লব বৈদ্য, রমেশ রায়, রুদ্রপ্রসাদ হালদার, শেখ সাহাবুদ্দিন সফলভাবে সামিট করেছেন বলে জানান পিক প্রোমোশনের অন্যতম কর্তা পাসাং শেরপা। তিনি আরও জানান, আরও এক বাঙালি কুন্তল কাঁড়ার অসুস্থ হয়ে পড়ায় অভিযান সম্পন্ন করতে পারেননি। হাওড়ার বাসিন্দা কুন্তলবাবুকে বেস ক্যাম্পে নামিয়ে আনার জন্য অতিরিক্ত শেরপা পাঠানো

f52d06ae7d306b09b232589a91e2e060

কাঞ্চনজঙ্ঘা জয় করলেন আরও ৪ বাঙালি

কলকাতা: বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা জয় করলেন চার বাঙালি। বিপ্লব বৈদ্য, রমেশ রায়, রুদ্রপ্রসাদ হালদার, শেখ সাহাবুদ্দিন সফলভাবে সামিট করেছেন বলে জানান পিক প্রোমোশনের অন্যতম কর্তা পাসাং শেরপা।

তিনি আরও জানান, আরও এক বাঙালি কুন্তল কাঁড়ার অসুস্থ হয়ে পড়ায় অভিযান সম্পন্ন করতে পারেননি। হাওড়ার বাসিন্দা কুন্তলবাবুকে বেস ক্যাম্পে নামিয়ে আনার জন্য অতিরিক্ত শেরপা পাঠানো হয়েছে।

কাঞ্চনজঙ্ঘায় আরোহণ অন্যান্য বেশির ভাগ ৮০০০ মিটার শৃঙ্গের চেয়ে তুলনামূলক ভাবে বেশ কঠিন বলেই মনে করেন আরোহীরা। স্বাভাবিক ভাবেই সফল অভিযানের সংখ্যাও বেশ কম। ২০১৪ সালের ২০ মে কাঞ্চনজঙ্ঘা অভিযানে থেকে ফেরার পথেই নিখোঁজ হয়ে যান ছন্দা গায়েন। তার পরে বাংলা থেকে এই প্রথম সফল অভিযান হল এই দুর্গম শৃঙ্গে। ১৯৭৭ সালে সেনাবাহিনীর হয়ে কাঞ্চনজঙ্ঘা জয় করেন প্রাক্তন মেজর প্রেম চন্দ্র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *