দৈনিক ভাস্করে আয়কর হানা! ‘গণতন্ত্রের কণ্ঠরোধ’ বলে মোদীকে একহাত মমতার

দৈনিক ভাস্করে আয়কর হানা! ‘গণতন্ত্রের কণ্ঠরোধ’ বলে মোদীকে একহাত মমতার

নয়াদিল্লি: কর ফাঁকির অভিযোগ রয়েছে সংবাদপত্র ‘দৈনিক ভাস্কর’-এর বিরুদ্ধে। সেই প্রেক্ষিতেই তাদের অফিসে আয়কর দফতর হানা দেয়। তবে এই ইস্যুতে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকেই কাঠগড়ায় তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করলেন যে, মোদী সরকার গণতন্ত্রের কন্ঠরোধ করতে চাইছে। এই নিয়ে টুইটও করেছেন তিনি।

 

মমতা লেখেন, সাংবাদিক এবং সংবাদমাধ্যমগুলির উপর আক্রমণ করা আরও ভয়ানক পদক্ষেপ গণতন্ত্রের কণ্ঠরোধ করার। অতিমারি পরিস্থিতির মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেভাবে ব্যর্থ হয়েছেন এবং দেশের যা হাল হয়েছে, তাই তুলে ধরেছিল দৈনিক ভাস্কর। যারা সত্য তুলে ধরছে, তাদের মুখ বন্ধ করার এই প্রচেষ্টার তিনি তীব্র নিন্দা করছেন বলেই জানান। তিনি আরও বলেন, যাঁরা সংবাদমাধ্যমে কাজ করেন তাঁদের বলব, আপনারা শক্ত থাকুন। আমরা একসঙ্গে থাকলে স্বৈরাচারি শক্তি কোনও দিনই জিততে পারবে না। আসলে করোনা দ্বিতীয় ঢেউ চলাকালীন কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা নিয়ে লাগাতার লেখালেখি করছিল ‘দৈনিক ভাস্কর’। কেন্দ্রের একাধিক দাবি নস্যাৎ করে তার পাল্টা প্রমাণ দিচ্ছিল তারা। বিরোধীরা মনে করছে যে, এই কারণেই এখন কেন্দ্রের বিজেপি সরকার ওই সংবাদপত্রের বিরুদ্ধে পদক্ষেপ করছে।    

 

আরও পড়ুন- ISL-এ ইস্ট বেঙ্গলের খেলা নিয়ে অনিশ্চয়তা, দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ক্লাব চত্বর

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *