নয়াদিল্লি : বিশ্ব বক্সিংয়ে ফের এক নম্বর স্থান দখল করে নিলেন ভারতের মেরি কম। দ্বিতীয় স্থানে থাকা চিনের ওখোতাইকে অনেকটাই পিছনে ফেলে দিয়ে ১৭০০ পয়েন্ট করে এই কৃতিত্ব অর্জন করলেন তিন সন্তানের মা মেরি কম। মাস দু’য়েক আগেই ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন মেরি। ৪৮ কেজি বিভাগের লাইট ওয়েট বক্সিংয়ে তিনি এই খেতাব জিতেছিলেন।
যার ফলে তিনি ছাপিয়ে গিয়েছেন পুরুষদের বিভাগে অন্যতম সফল বক্সার কিউবার তারকা ফেলিক্স সেভনকেও। কারণ প্রথম কোনও মহিলা বক্সার ষষ্ঠবার এই খেতাব ছুঁয়ে দেখলেন। বিশ্বের এক নম্বর স্থান দখলের দিনেই মেরি কম সোনা জিতলেন ইন্ডিয়া ওপেনে। ৫১ কেজি বিভাগে সোনা জিতে রেকর্ড গড়লেন মনিপুরের এই তারকা বক্সার।