কমেন্ট্রি বক্সে একই টেবিলে সৌরভ-জন রাইট, ফিরল সেই জুটি

লন্ডন: একদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় অন্যদিকে জন রাইট। ভারতীয় ক্রিকেটে এই জুটি অনেক সাফল্য দিয়েছে এক সময়। ২০০২-এর ন্যাটওয়েস্ট সিরিজ আর ২০০৩-এর বিশ্বকাপে এই জুটি উঠে এসেছিল দারুনভাবে। ১৯৮৩-র পর আবার বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল ভারত। কিন্তু রানার্স হয়ে থাকতে হয়েছিল। আর ন্যাটওয়েস্ট ট্রফি তো ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অনেক কারনেই বিখ্যাত। সেই দুই ব্যাক্তিত্ব আবার

কমেন্ট্রি বক্সে একই টেবিলে সৌরভ-জন রাইট, ফিরল সেই জুটি

লন্ডন: একদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় অন্যদিকে জন রাইট। ভারতীয় ক্রিকেটে এই জুটি অনেক সাফল্য দিয়েছে এক সময়। ২০০২-এর ন্যাটওয়েস্ট সিরিজ আর ২০০৩-এর বিশ্বকাপে এই জুটি উঠে এসেছিল দারুনভাবে। ১৯৮৩-র পর আবার বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল ভারত। কিন্তু রানার্স হয়ে থাকতে হয়েছিল। আর ন্যাটওয়েস্ট ট্রফি তো ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অনেক কারনেই বিখ্যাত। সেই দুই ব্যাক্তিত্ব আবার মুখোমুখি।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে যখন কার্ডিফের সোফিয়া পার্কে মুখোমুখি ভারত-বাংলাদেশ তখন কমেন্ট্রি বক্সে স্মৃতি রোমন্থনে ব্যস্ত সৌরভ-রাইট। এই জুটির হাত ধরেই ভারতীয় ক্রিকেট চোখে চোখ রেখে বিশ্ব ক্রিকেটের বাকিদের সঙ্গে লড়াই দিতে শিখিয়েছিল। মঙ্গলবার যখন এই দুই তারকা মুখোমুখি হলেন কমেন্ট্রি বক্সে বেশ কিছুটা সময় নস্টালজিয়ায় ডুবে থাকল কমেন্ট্রি বক্স। অনেক কিছুই অবশ্য লাইভ কমেন্ট্রি শেয়ার করতে পিছপা হলেন না সৌরভ। সৌরভ ধারাভাষ্যের সময় জন রাইটকে পরিচয় করিয়ে দিলেন। সঙ্গে সঙ্গেই জন রাইটের পাল্টা প্রশ্ন, ‘‘এখানে ইনচার্জ কে?”

সৌরভও দ্রুত জবাব দিলেন, ‘‘সব সময়ই তুমি, তাই নয় কি? আমি যখন অধিনায়ক ছিলাম, জন রাইট তখন সব সিদ্ধান্ত নিত এবং আমমি একজন ভাল ছাত্রের মতো তা মেনে চলতাম।” জন রাইট বলেন, ‘‘তা হলে আমার স্মৃতি কাজ করছে না, আমরা মনে হচ্ছে তুমিই ইনচার্জ ছিলে এবং আমি নেপথ্যে থেকে তা পালন করতাম।” এর পর দু’জনেই তাঁদের সময়ের দলল গঠন নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন। রাইটের কোচিংয়ে ভারত ২০০২ ন্যাটওয়েস্ট ট্রফি জিতেছিল ও ২০০৩ বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ভারতের অষ্টম ও প্রথম বিদেশি কোচ ছিলেন জন রাইট। ২০০২ থেকে ২০০৫ পর্যন্ত সাফল্যের সঙ্গেই তাঁর দায়িত্ব সামলেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 17 =