বিশ্বকাপ ফেরাতে রানির দেশে চাচা ক্রিকেট

পাকিস্তান : পৌঁছে গেলেন চাচা ক্রিকেট৷ বিশ্বের যে কোনও প্রান্তেই তিনি হাজির হয়ে যান৷ এবারের বিশ্বযুদ্ধে তিনিও হাজির৷ পাকিস্তান ক্রিকেট টিম খেলছে, আর গ্যালারিতে থাকবেন না সুফি আবদুল জলিল? তা হয় নাকি৷ তিনি চাচা ক্রিকেট৷ ক্রিকেট বিশ্বকাপের জন্য এবারও তিনি পাকিস্তান থেকে লন্ডনে পৌঁছে গিয়েছেন৷ শিয়ালকোটের আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে রীতিমতো ঘটা করে বিদায় জানানো হয়৷

বিশ্বকাপ ফেরাতে রানির দেশে চাচা ক্রিকেট

পাকিস্তান : পৌঁছে গেলেন চাচা ক্রিকেট৷ বিশ্বের যে কোনও প্রান্তেই তিনি হাজির হয়ে যান৷ এবারের বিশ্বযুদ্ধে তিনিও হাজির৷ পাকিস্তান ক্রিকেট টিম খেলছে, আর গ্যালারিতে থাকবেন না সুফি আবদুল জলিল? তা হয় নাকি৷

তিনি চাচা ক্রিকেট৷ ক্রিকেট বিশ্বকাপের জন্য এবারও তিনি পাকিস্তান থেকে লন্ডনে পৌঁছে গিয়েছেন৷ শিয়ালকোটের আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে রীতিমতো ঘটা করে বিদায় জানানো হয়৷ শুধু পাকিস্তানে নয়, চাচাকে ভালই চেনেন ক্রিকেটপ্রেমীরা৷ ম্যাচ চলার সময় বারবার টিভিতে তাঁর প্রতিক্রিয়া দেখানো হয়৷ বিমানে ওঠার আগে চাচা পাক সংবাদমাধ্যমে জানিয়েছেন, এবার বিশ্বকাপটা তিনি দেশে আনবেনই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − one =