বিজেপির হাওয়ালায় সুবিধা দিতেই সিপিকে বদলি, বিস্ফোরক মমতার

হাড়োয়া: নির্বাচনী সভামঞ্চে দাঁড়িয়ে ফের বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপির হাওয়ালা থেকে শুরু করে কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনারকে বদল ঘিরেও কড়া ভাষায় উত্তাল দিলেন মমতা৷ ভোট কিনতে খাস কলকাতায় হাওয়ালার মাধ্যমে টাকা পাচার করছে বিজেপি, হাড়োয়ার সভা থেকে এমনই অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিজেপির টাকা পাচারের জন্যই কলকাতা ও বিধাননগরের

বিজেপির হাওয়ালায় সুবিধা দিতেই সিপিকে বদলি, বিস্ফোরক মমতার

হাড়োয়া: নির্বাচনী সভামঞ্চে দাঁড়িয়ে ফের বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপির হাওয়ালা থেকে শুরু করে কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনারকে বদল ঘিরেও কড়া ভাষায় উত্তাল দিলেন মমতা৷

ভোট কিনতে খাস কলকাতায় হাওয়ালার মাধ্যমে টাকা পাচার করছে বিজেপি, হাড়োয়ার সভা থেকে এমনই  অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিজেপির টাকা পাচারের জন্যই কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনারকে বদল করা হয়েছে বলে এদিন মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো।

শনিবার হাড়োয়ার সভায় মমতা বলেন, কলকাতায় হাওয়ালার মাধ্যমে টাকা পাচার করলে যাতে ধরা না পড়ে সে কারণে কলকাতার পুলিশ কমিশনার বদল করা হয়েছে। কলকাতা বিমানবন্দর থেকে টাকার বাক্স নিয়ে এলে যাতে নজর এড়ানো যায়, সে কারণে বিধাননগরের পুলিশ কমিশনারকেও বদল করা হয়েছে।

লোকসভা নির্বাচনের আগে দু’বার কমিশনার বদল হয় কলকাতা পুলিশে। রাজীব কুমারের পর কলকাতার সিপি করা হয় অনুজ শর্মাকে। তার কিছুদিন পরই কলকাতার নগরপাল করা হয় রাজেশ কুমারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + one =