নুসরতের ‘তিন তালাক’ বিতর্ক ঢাকতে নয়া বার্তা মমতার!

বসিরহাট: শেষ দফার প্রচারে গিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নুসরত জাহানের ‘তিন তালাকে’র অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সংখ্যালঘু অধ্যুষিত বসিরহাট কেন্দ্র দাঁড়িয়ে নুসরতের ‘ভুল’ ধরিয়ে দিয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী৷ ‘তিন তালাক’ শব্দটি মুখে না এনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি জানি নুসরতের একটা বক্তব্য নিয়ে কারও কারও দুঃখ আছে। কিছু মনে করবেন না।

নুসরতের ‘তিন তালাক’ বিতর্ক ঢাকতে নয়া বার্তা মমতার!

বসিরহাট: শেষ দফার প্রচারে গিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নুসরত জাহানের ‘তিন তালাকে’র অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সংখ্যালঘু অধ্যুষিত বসিরহাট কেন্দ্র দাঁড়িয়ে নুসরতের ‘ভুল’ ধরিয়ে দিয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী৷ ‘তিন তালাক’ শব্দটি মুখে না এনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি জানি নুসরতের একটা বক্তব্য নিয়ে কারও কারও দুঃখ আছে। কিছু মনে করবেন না। ছোট্ট মেয়ে। ও কি সব বোঝে? আমার পার্টির তো একটা স্ট্যান্ড আছে। পার্টির স্ট্যান্ড ছাড়া ও কখনও কিছু বলবে না। এটুকু মাথায় রাখবেন৷’’

সম্প্রতি, সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে তিন তালাক প্রথার বিরোধিতা করেছিলেন অভিনেত্রী নুসরত জাহান। জানান, তিন তালাক বন্ধে আইনকে তিনি সমর্থন করেন। তা নিয়ে নুসরতের তীব্র সমালোচনায় মুখোমুখি হন মুসলিম সমাজের কট্টরপন্থীদের কাছে৷ ভোটের আগে এই বিতর্ক ভোটের বাক্স পড়তে পারে, এই আশঙ্কার কথা মাথায় রেখে তড়িঘড়ি মাঠে নামেন মমতা৷ নুসরতকে পাশে নিয়ে ক্ষত মেরামতের চেষ্টা করলেন দলনেত্রী৷

বসিরহাটের জনসভা থেকে মমতা বলেন, ‘‘আমাদের দলের স্ট্যান্ডটা আপনারা জানেন তো! সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকুন। নুসরত দলের আদর্শ মেনেই চলবে। ওকে কেউই একজন ইনসিস্ট করেছিল। ও বেচারা সাবজেক্টটাই জানে না। আর আমাদের দলের সিস্টেমটা হচ্ছে আমরা সাবজেক্টটা বলে দিই৷’’

বসিরহাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী নুসরত জাহানের সমর্থনে জনসভা করতে গিয়ে খোলামেলা ভাবে বললেন, “নুসরতকে দেখতে খুব সুন্দর। আমি অত সুন্দর নই।” নুসরতকে পাশে দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “নুসরত আমাদের ঘরের মেয়ে। ও মুসলিম আমি হিন্দু। আমাদের মধ্যে হিন্দু-মুসলিম কোনও ভেদাভেদ নেই। নুসরতের যেমন রক্ত, আমারও তাই। ওর দু’টো চোখ, আমারও দু’টো। ওর দু’টো পা, আমারও দুটো। ওর দু’টো কিডনি, আমারও দু’টো। নুসরতের একটা লিভার, আমারও একটা। পার্থক্য একটাই, ও দেখতে সুন্দর, আমি দেখতে সুন্দর নই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 6 =