তৃণমূলী ধাক্কায় মাটিতে লুটোপুটি ভারতীর, হেনস্থা! পদক্ষেপ কমিশনের

ঘাটাল: কেশপুরের চাঁদকালিতে ভারতী ঘোষকে হেনস্থা৷ ভারতী ঘোষকে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ বিজেপির পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়াকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত৷ বিজেপি প্রার্থীকে হেনস্থার ঘটনায় জেলা প্রশাসনকে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে নির্বাচন৷ জানা গিয়েছে, এদিন সকালে কেশপুরের চাঁদকালিতে বিজেপির পোলিং এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না বলে খবর পান ভারতী ঘোষ৷

তৃণমূলী ধাক্কায় মাটিতে লুটোপুটি ভারতীর, হেনস্থা! পদক্ষেপ কমিশনের

ঘাটাল: কেশপুরের চাঁদকালিতে ভারতী ঘোষকে হেনস্থা৷ ভারতী ঘোষকে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ বিজেপির পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়াকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত৷ বিজেপি প্রার্থীকে হেনস্থার ঘটনায় জেলা প্রশাসনকে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে নির্বাচন৷

জানা গিয়েছে, এদিন সকালে কেশপুরের চাঁদকালিতে বিজেপির পোলিং এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না বলে খবর পান ভারতী ঘোষ৷ খবর পেয়ে ওই এলাকায় যান ভারতী৷ এলাকায় ভারতীকে দেখতেই মারমুখী হয়ে ওঠে তৃণমূল কর্মী-সমর্থকরা৷ নিরাপত্তারক্ষীদের সামনেই ভারতীকে হেনস্থা করা হয়৷ ধাক্কা-ধাক্কির জেরে মাটিতেও পড়ে যান ভারতী৷ কাঁচ বিঁধে পায়ে চোট পান ভারতী৷ মুহূর্তেই পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে৷ নিরাপত্তারক্ষীরা কোনক্রমে তাঁকে উদ্ধার করেন৷ বিজেপির পোলিং এজেন্টকে বুথে বসানোর চেষ্টা করেও ব্যর্থ হন ভারতী৷ পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছাড়েন ভারতী৷ গোটা ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *