অসম-মিজোরাম সীমান্তে অশান্তি, একসুরে কেন্দ্রকে নিশানা অভিষেক-রাহুলের

অসম-মিজোরাম সীমান্তে অশান্তি, একসুরে কেন্দ্রকে নিশানা অভিষেক-রাহুলের

নয়াদিল্লি:  অসম-মিজোরাম সীমান্তে তীব্র উত্তেজনা৷ সীমান্ত নিয়ে দুই রাজ্যের চরম সংঘাতে প্রাণ হারিয়েছেন ছয় পুলিশ কর্মী৷ এই ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় তুলে একসুরে আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ এই ঘটনাকে কেন্দ্র করে একযোগে আভিষেক-রাহুলের বিজেপি বিরোধিতা রাজনীতির আঙিনায় কংগ্রেস-তৃণমূল কংগ্রেসের রসায়নের জল্পনা নতুন করে উস্কে দিল৷ 

আরও পড়ুন- NHRC-র রিপোর্ট নিয়ে বিস্ফোরক রাজ্য, ‘পক্ষপাতদুষ্ট’ বলে দাবি

মঙ্গলবার টুইট করে অভিষেক বলেন, ‘‘অসম- মিজোরাম সীমান্তে হিংসার ঘটনায় আমরা স্তম্ভিত ও হতবাক। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। কেন্দ্রে বিজেপি সরকারের অধীনে এই ধরনের ঘটনা গণতন্ত্রের মৃত্যু ডেকে আনছে৷’’ সেই সঙ্গে ভারত আরও ভালো নেতা ডিজার্ভ করে বলেও উল্লেখ করেন তিনি৷ এদিন প্রায় একই সুরে কেন্দ্রের মোদী সরকারকে বেঁধেন রাহুল গান্ধীও৷ টুইট করে তিনি বলেন, ‘মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আশা করছি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। মানুষের জীবনে ঘৃণা ও বিদ্বেষের বীজ বুনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ উনি আবারও ব্যর্থ৷ ভারত এখন ভয়ঙ্কর পরিণতির দিকে এগোচ্ছে।’ অন্যদিকে, টুইট করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গাও। তিনি লেখেন, ‘অমিত শাহজি, দয়া করে বিষয়টি খতিয়ে দেখুন। এই সংঘাত এখনই বন্ধ হওয়া উচিত।’

প্রসঙ্গত, সীমান্ত নিয়ে জুন মাস থেকে এই বিবাদ চলছে৷ অসম পুলিশের দাবি মিজোরাম পুলিশ প্রথমে গুলি চালিয়েছে৷ এমনকী অসম পুলিশকে লক্ষ্য করে ইট-পাথরও ছোড়া হয়৷ তবে এই ঘটনায় রাহুল ও অভিষেকের একসুরে আক্রমণ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ৷ এদিন দু’জনে একসঙ্গে ‘অসমমিজোরামবর্ডার’ হ্যাশট্যাগও ব্যবহার করেছেন। বিষয়টা কিছুটা কাকতালীয় হলেও, দু’জনের আক্রমণের সুর মিলে গিয়েছে৷ দু’জনের নিশাতেই রয়েছে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা৷ 

আরও পড়ুন- ফের শ্যুটআউট ভাটপাড়ায়, যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি

প্রসঙ্গত, রবিবার ফোনে আড়ি পাতা কাণ্ডে অভিষেকের ছবি দিয়ে কেন্দ্রকে বিঁধেছিল কংগ্রেস৷ এর পর থেকেই মিশন ২৪-এ দুই দলের হাত মেলানোর সম্ভাবনা প্রশস্ত হতে শুরু করেছে৷ এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কংগ্রেস নেতা আনন্দ শর্মা, কমল নাথ ও অভিষেক মনু সিঙ্ঘভির  সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাঁর৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − three =