সৌজন্য সাক্ষাতে মোদীর সঙ্গে ভ্যাকসিন নিয়ে কথা, রাজ্যের নাম বদলের দাবি মমতার

সৌজন্য সাক্ষাতে মোদীর সঙ্গে ভ্যাকসিন নিয়ে কথা, রাজ্যের নাম বদলের দাবি মমতার

নয়াদিল্লি:  প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রায় আধঘণ্টা নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন তিনি৷ তাঁর বাসভবন থেকে বেড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছিলাম৷ মানুষের আশীর্বাদ নিয়ে তৃতীয়বার রাজ্যে আমাদের সরকার এসেছে৷ কিন্তু সরকার গঠনের পর প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সুযোগ হয়নি৷ তাই তাঁর কাছ থেকে সময় চেয়ে দেখা করতে এসেছিলাম৷ এর আগে প্রধানমন্ত্রী কলাইকুণ্ডায় গেলেও, বৈঠক হয়নি। 

আরও পডুন- সংঘাতের আবহেই মুখোমুখি মোদী-মমতা, বৈঠক শুরু দিল্লিতে

মমতা আরও বলেন, এটা সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ৷ নির্বাচনের পর একবার দেখা করতেই হয়৷ এটা সাংবিধানিক প্রোটোকল৷ তবে এদিন কোভিড নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে চর্চা হয়েছে৷ রাজ্যে আরও বেশি ভ্যাকসিন ও ওষুধের প্রয়োজন আছে বলে প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে৷ প্রতিটা রাজ্যকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তাতে আমাদের আপত্তি নেই৷ কিন্তু আমাদের রাজ্যে জনবসতির তুলনায় কম ভ্যাকসিন দেওয়া হয়েছে৷ রাজ্যে টিকাকরণ ভালোই চলছে৷ কোভিডও নিয়ন্ত্রিত৷ তবে তৃতীয় ঢেউ আসার আগে সকলে যাতে ভ্যাকসিন পায়, সেটাই আমরা নিশ্চিত হতে চাই৷ তাছাড়া রাজ্যের নাম পরিবর্তন নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। দীর্ঘদিন এই দাবি জানিয়ে আসছি আমরা৷  এছাড়া পেগাসাস নিয়ে সর্বদল বৈঠক করার কথাও জানান তিনি৷      
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 10 =