মোদী বিরোধী যুদ্ধে লোকসভাতেও এবার ‘খেলা হবে’ স্লোগান

মোদী বিরোধী যুদ্ধে লোকসভাতেও এবার ‘খেলা হবে’ স্লোগান

169d580e21363a5b803f829036a0fb51

নয়াদিল্লি:  বঙ্গ বিধানসভা ভোটের ভোল্টেজ বহুগুণ বাড়িয়ে দিয়েছিল ‘খেলা হবে’ স্লোগান৷ এবার  সংসদেও উঠল সেই রব৷ বুধবার লোকসভার অধিবেশন শুরু হতেই ‘খেলা হবে’ স্লোগান তোলেন তৃণমূল সাংসদরা৷ যদিও বিষয়টি ভালো ভাবে নিচ্ছেন না রাজনৈতিক মহলের একাংশ৷

আজ অধিবেশন শুরু হতেই ওয়েলে নেমে বিক্ষোভ শুরু করে তৃণমূল৷ সেই সময় তৃণমূল সাংসদদের মুখে ছিল ‘খেলা হবে’ স্লোগান৷ পেগাসাস ইস্যুতে বাদল অধিবেশনের গোড়া থেকেই মোদী সরকারকে নিশানা করেছে তৃণমূল৷ সংসদ কক্ষে বাড়ছে আক্রমণের ঝাঁঝ৷ এদিন প্রতিবাদে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন দলীয় সাংসদরা৷ সঙ্গে ওঠে ‘খেলা হবে’ স্লোগান৷ এর পর তুমুল হট্টোগোল শুরু হয় লোকসভায়৷ তবে সংসদের আগে বিধানসভাতেও তৃণমূলের মুখে শোনা গিয়েছিল এই স্লোগান৷

একুশের বিধানসভা ভোটে ‘খেলা হবে’ স্লোগান ছিল তৃণমূলের ইউএসপি৷ এই স্লোগান শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর মুখেও৷ তৃণমূলের এই স্লোগানের জনপ্রিয়তা এখন রাজ্যের গণ্ডি ছাড়িয়ে, ছড়িয়ে পড়েছে ভিন রাজ্যেও৷ তৃণমূলের এই স্লোগান ধার করেছেন উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব৷ আবার রাজ্যে ১৬ অগাস্ট ‘খেলা হবে’ দিবস পালন করার কথা ঘোষণা করেছে তৃণমূল সরকার৷ আর এই স্লোগানকে সামনে রেখেই ২০২৪-এর লড়াইয়েও ঝাঁপিয়ে পড়তে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে দিল্লি জয়ের আগে তৃণমূলের পাখির চোখ ত্রিপুরা ও উত্তরপ্রদেশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *