মুকুল রায়ের গাড়ি আটকে পুলিশের তল্লাশি

কলকাতা: দফায় দফায় বিজেপি নেতা মুকুল রায়ের গাড়ি আটকে পুলিশের তল্লাশি৷ কৈখালি, বিমানবন্দরে মুকুলের গাড়ি থামিয়ে এয়ারপোর্ট থানার পুলিশের তল্লাশি৷ তবে, তল্লাশি করে কিছু পাওয়া না গেলেও গোটা ঘটনার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করেছেন বিজেপি নেতা মুকুল রায়৷ বিজেপি এবার টাকা ছড়িয়ে ভোট ‘কেনা’র চেষ্টা করছে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয়

মুকুল রায়ের গাড়ি আটকে পুলিশের তল্লাশি

কলকাতা: দফায় দফায় বিজেপি নেতা মুকুল রায়ের গাড়ি আটকে পুলিশের তল্লাশি৷ কৈখালি, বিমানবন্দরে মুকুলের গাড়ি থামিয়ে এয়ারপোর্ট থানার পুলিশের তল্লাশি৷ তবে, তল্লাশি করে কিছু পাওয়া না গেলেও গোটা ঘটনার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করেছেন বিজেপি নেতা মুকুল রায়৷

বিজেপি এবার টাকা ছড়িয়ে ভোট ‘কেনা’র চেষ্টা করছে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের প্রতি নির্দেশ দেন, ‘‘ভোটের আগে রাত জেগে পাহারা দিতে হবে। ওরা বাক্স বাক্স টাকা ঢোকাচ্ছে বাংলায়৷’’ এই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ভোটের আগে কেউ টাকা আনছে কিনা, তা খতিয়ে দেখা উচিত৷ প্রয়োজনে আমার গাড়িও তল্লাশি করা হোক৷’’ অশোকনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ‘‘কালকেও দেখেছেন বিজেপির এক প্রার্থী কয়েক কোটি টাকা নিয়ে ধরা পড়েছে। ভোটের আগে সমাজের দুষ্কৃতীদের সেই টাকা দিয়ে বলা হচ্ছে ভোট দখল করো। গরিব লোককে খাওয়াও। এটা নির্বাচন?’’ মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপির একাধিক রাজ্য নেতা জেট প্লাস, ওয়াই প্লাস নিরাপত্তা পান। তাঁদের সেই নিরাপত্তা দেওয়ার সময় কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে আলোচনাও করে না। নিরাপত্তারক্ষী পাওয়ার সুবাদে তাঁদের সঙ্গে অতিরিক্ত গাড়ি থাকে। সেই গাড়িতে করেই ‘বাক্স বাক্স’ টাকা পাচার করা হয়। তৃণমূলের বক্তব্য, ভারতী ‘হাতেনাতে ধরা’ পড়ে গিয়েছেন। জঙ্গলমহল এবং মেদিনীপুরে বিজেপি এ ভাবে প্রচুর টাকা ছড়াচ্ছে।

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর এবার মুকুল রায়ের গাড়িতে তল্লাশি চালানো হয়৷ এর আগে ভারতী ঘোষের গাড়ি থেকে ১ লক্ষ ১৩ হাজার টাকা উদ্ধার করে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 4 =