যোগাসনে বাংলা সেরা নদীয়ার বৃষ্টি, লক্ষ্য এবার দেশের জার্সি

যোগাসনে বাংলা সেরা নদীয়ার বৃষ্টি, লক্ষ্য এবার দেশের জার্সি

কলকাতা: যোগাসনে বরাবরের ঝোঁক ছিল মেয়েটির৷ ছোট থেকে যোগাসনের হাত ধরে একাধিক পদক ও স্বীকৃতি এসেছে নদীয়া জেলার কৃষ্ণনগরের বাসিন্দা বৃষ্টি বিশ্বাসের ঝুলিতে৷ কৃষ্ণনগর রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী সে৷ সম্প্রতি,  সারা বাংলা আন্তঃ ক্রীড়া প্রতিযোগীতায় যোগাসন বিভাগে প্রথম স্থানাধিকার করে নিজের বিদ্যালয় তো বটেই, মা–বাবার মুখ উজ্জ্বল করে এই কিশোরী৷

রাজ্যের সবকটি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অনুর্দ্ধ ১৯ ছাত্রীদের নিয়ে মুর্শিদাবাদের লালবাগে নবাব বাহাদুর ইন্সটিটিউশনে একটি যোগাসন প্রতিযোগীতার আয়োজন হয়৷ এই প্রতিযোগীতায় আবারও সাফল্য আসে বৃষ্টির যোগাসনে৷ প্রথম স্থান অধিকার করেছে সে৷  অনুর্দ্ধ ১৯ যোগাসন প্রতিযোগীতায় রাজ্যে প্রথম হয়ে বৃষ্টি বিশ্বাস স্বর্ণ পদক অর্জন করেছে৷

পড়াশুনো তো বটেই, যোগাসনেরও একাধিক বিভাগেও  একইরকম ভাবে দক্ষ বৃষ্টি৷ ষ্টেট লেভেল ট্যালেন্টহান্ট অল ওয়েষ্টবেঙ্গলে চ্যাম্পিয়ান, ইষ্টার্ন ইন্ডিয়ান ন্যাশানালে যোগাতে শীর্ষস্থান অধিকার করে কৃষ্ণনগরের কৃতি ছাত্রী বৃষ্টি বিশ্বাস৷ ভবিষ্যতে যোগাসন বিভাগে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে ইচ্ছুক, জানিয়েছে বৃষ্টি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 14 =