‘ইঞ্চিতে ইঞ্চিতে বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ‘বদলা নয়, বদল’ চাওয়া মমতার

ক্যানিং: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘বদলা নয়, বদল চাই’ স্লোগান তুলে রাজ্যে ক্ষমতায় এসেছিলেন৷ বিজয় মিছিলের পরিবর্তে করেছিলেন শান্তির মিছিল৷ বাজিয়েছিলেন রবীন্দ্রসঙ্গীত৷ এবার ২০১৯-এর লোকসভা নির্বাচন শেষে ‘ইঞ্চিতে ইঞ্চিতে বদলা’ নেওয়ার ঘোষণা করলেন ‘বদলা নয়, বদল চাই’ চাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রবিবার বাসন্তীর নীর্বাচনী সভা থেকে সরাসরি মোদির বিরুদ্ধে কড়া ভাষায় চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা

f25354244a25f6c8c0aa5d51b384f9af

‘ইঞ্চিতে ইঞ্চিতে বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ‘বদলা নয়, বদল’ চাওয়া মমতার

ক্যানিং: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘বদলা নয়, বদল চাই’ স্লোগান তুলে রাজ্যে ক্ষমতায় এসেছিলেন৷ বিজয় মিছিলের পরিবর্তে করেছিলেন শান্তির মিছিল৷ বাজিয়েছিলেন রবীন্দ্রসঙ্গীত৷ এবার ২০১৯-এর লোকসভা নির্বাচন শেষে ‘ইঞ্চিতে ইঞ্চিতে বদলা’ নেওয়ার ঘোষণা করলেন ‘বদলা নয়, বদল চাই’ চাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

রবিবার বাসন্তীর নীর্বাচনী সভা থেকে সরাসরি মোদির বিরুদ্ধে কড়া ভাষায় চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার শেষ দফার নির্বাচনী প্রচার মঞ্চ থেকে মমতার হুঁশিয়ারি, ‘‘ভোটের জন্যে বাংলার এসে এখন বিভাজন করছেন। ধর্ম নিয়ে মজা লুটছেন। বাংলার মানুষকে অপমান করছেন। এবার ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। শুধু ফল বেরোতে দিন। যা করছেন, ঠিক সেভাবেই জবাব পাবেন৷’’

বাসন্তীর নীর্বাচনী সভা থেকে মমতার হুংকার, ‘‘রাজ্যে সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করছেন মোদি৷ কেন্দ্র এরকম অসাংবিধানিক সরকার দেখিনি৷ অসৌজনে দেখালে আইনি পদক্ষেপ নেব৷ আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়৷’’ মোদিকে কটাক্ষ করে বলেন, ‘‘হিটলার, মুসৌলিনির মতো নরেন্দ্র মোদি৷ ঝাড়খণ্ড থেকে গুন্ডা এনে ভোট করানোর চেষ্টা করছে বিজেপি৷ কেন্দ্রীয় বাহিনীর নামে আরএসএসের লোক এখানে কাজ করছে৷ ওরা বিজেপিকে ভোট দিতে বলছে৷’’

ভোটে বিজেপি টাকা ছড়াচ্ছে বলেও অভিযোগ তোলেন৷ বলেন, ‘‘বিজেপি পাপের টাকা ছোঁবেন না৷ বিজেপি টাকা নিয়ে ঘুরছে৷ ওদের টাকা নেবেন, কিন্তু ভোট দেব না৷’’ জাতপাতের রাজনীতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাংলায় জাতপাতের লড়াই হয় না৷ গোরক্ষার নামে ঘৃণা, হিংসা তৈরি করছে৷’’

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘‘সব কাগজপত্র আমাদের কাছে আছে৷ সবটাই বেআইনি ভাবে হচ্ছে৷ বাংলার নির্বাচন দিল্লির পুলিশ দখল করবে কেন? ওরা বাংলায় রাজ্যে সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করছেন মোদি৷ প্রয়োজনে আমরা আইনি ব্যবস্থা নেব৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *