কলকাতা: আগামী ৪মার্চ ইবেন গার্ডেন গার্ডেনে রনজি ট্রফির সেমিফাইনালে দেখতে রাজ্যের স্কুলগুলিকে আমন্ত্রণ জানাল সিএবি। রাজ্য ক্রিকট দল নিজেদের দক্ষতা ও পারদর্শিতার বলে রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছেছে। ইডেনে কর্নাটকের বিরুদ্ধে খেলবে দল।
এই মর্মে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকা অনুসারে- রনজি ট্রফির পাঁচদিনের (৪মার্চ পর্যন্ত) সেমিফাইনালে প্রতিদিন ম্যাচ শুরু হবে বেলা ১টা থেকে শেষ হবে ৪.৩০মিনিটে। স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রীকে ম্যাচ দেখার অনুরোধ জানানো হয়েছে পাশাপাশি স্কুল শিক্ষকদের ইডেনে নিয়ে যাওয়ার আয়োজন স্কুল থেকেই করা হবে। ইডেনের ৩নং ১২নং এবং ১৭নং গেট বিশেষভাবে স্কুলগুলির ব্যবহারের জন্য। সকাল ৯টা থেকে গেটগুলি খুলে দেওয়া হবে। স্কুল গুলি থেকে ঠিক কতজন ম্যাচ দেখতে যাবে সে বিষয়টি জানিয়ে স্টেট স্কুল কাউন্সিল, ডিআই/এস (এসই) এবং সরকারি স্কুল ও ডিস্ট্রিক্ট স্কুল স্পোর্টস কাউন্সিলকে যোগাযোগ করতে বলা হয়েছে।
জেনারেল সেক্রেটারি ফর ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস, ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর অফ স্কুল, ডিস্ট্রিক্ট অফিসার ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ইয়ুথ ওয়েলফেয়ার এবং রাজ্য সরকারি স্কুলের হেডমাস্টার/ হেডমিস্ট্রেস/ অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইনচার্জ/ অ্যাসিস্ট্যান্ট মিসস্ট্রেস ইনচার্জকে উদ্দেশ্য করে ওই নির্দেশিকা পাঠানো হয়েছে।