শোক আগলে ‘গণতন্ত্রের থাপ্পড়’ কষালেন মৃত বিজেপি কর্মীর পরিবার

গোপীবল্লভপুর: রাতে দুষ্কৃতীদের তাণ্ডবের জেরে মৃত্যু হয়েছে প্রিয়জনের৷ দেহ তখনও আটকে মর্গে৷ প্রিয়জনের শোক বুকে নিয়ে আজ সকালে বুথে গিয়ে নিজের ভোট নিজেই দিলেন মৃত বিজেপি কর্মীর পরিবার৷ ছেলের মৃত দেহ বাড়ি আসার আগে গণতন্ত্রের লাইনে দাঁড়ান বাসন্তী সিং ও তাঁর বৃদ্ধা শাশুড়ি নিরলা সিং৷ মৃত বিজেপি কর্মী রমেন সিংয়ে মা ও স্ত্রী দু’জনে বুথে

bfb029bd8c1e9ee36937aa8d1acaae2e

শোক আগলে ‘গণতন্ত্রের থাপ্পড়’ কষালেন মৃত বিজেপি কর্মীর পরিবার

গোপীবল্লভপুর: রাতে দুষ্কৃতীদের তাণ্ডবের জেরে মৃত্যু হয়েছে প্রিয়জনের৷ দেহ তখনও আটকে মর্গে৷ প্রিয়জনের শোক বুকে নিয়ে  আজ সকালে বুথে গিয়ে নিজের ভোট নিজেই দিলেন মৃত বিজেপি কর্মীর পরিবার৷ ছেলের মৃত দেহ বাড়ি আসার আগে গণতন্ত্রের লাইনে দাঁড়ান বাসন্তী সিং ও তাঁর বৃদ্ধা শাশুড়ি নিরলা সিং৷ মৃত বিজেপি কর্মী রমেন সিংয়ে মা ও স্ত্রী দু’জনে বুথে গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার জানিয়ে আসেন৷

শনিবার বিকেল থেকেই ভোটের উত্তাপ বাড়তে থাকে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের পেটবিন্ধি গ্রামে৷ রাত বাড়তেই ফের উত্তপ্ত হয়ে ওঠে গোটা গোটা গ্রাম৷ তৃণমূলের বাইকবাহিনী এলাকায় ঢুকে তাণ্ডব করে বলে অভিযোগ৷ বাইক বাহিনীর সামনে বুক চিতিয়ে প্রতিবাদ করেন বিজেপির বুথ সহ সভাপতি রমেন সিং৷ প্রতিবাদ জানাতেই শুরু হয় মারধর৷ বাড়ির উঠনেই লুটিয়ে পড়েন তিনি৷ মারধরের ঘটনায় রাতের অন্ধকার কাটিয়ে ঐক্যবন্ধ হয়ে ওঠে গোটা গ্রাম৷ ছুটে আসেন পড়শিরা। স্থানীয় তপশিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে৷

কান্নায় ভেঙে পড়ে গোটা সিং পরিবার৷ শোকে শোকে পাথর গ্রাম৷ রাতের অন্ধকার ভেঙে সূর্যের আলো ফুটতেই ক্ষোভ-আক্রোশ-জেদ-প্রতিবাদে সটান ভোটের লাইনে দাঁড়িয়ে বাইকবাহিনীর মুখে সপাটে গণতন্ত্রের থাপ্পড়টা দিয়ে দেন স্বামীহারা, সন্তানহারা সিংহ পরিবার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *