ষষ্ঠ দফার নির্বাচন দেখে কী বলল বিজেপি?

কলকাতা: রাজ্যে ষষ্ঠ দফার ভোটে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী মুখতার আব্বাস নাকভি। রবিবার রাজ্য বিজেপির সদর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি, এদিনের ভোটে কমিশনের যতটা ইতিবাচক ভূমিকা নেওয়া উচিত ছিল, তারা তা নিতে পারেনি। হয়তো এক্ষেত্রে রাজ্য প্রশাসনের তরফে নির্বাচন কমিশনকে পুরোপুরি

626e3b2ffcb7ab96c404a53548029e3d

ষষ্ঠ দফার নির্বাচন দেখে কী বলল বিজেপি?

কলকাতা: রাজ্যে ষষ্ঠ দফার ভোটে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী মুখতার আব্বাস নাকভি। রবিবার রাজ্য বিজেপির সদর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি, এদিনের ভোটে কমিশনের যতটা ইতিবাচক ভূমিকা নেওয়া উচিত ছিল, তারা তা নিতে পারেনি। হয়তো এক্ষেত্রে রাজ্য প্রশাসনের তরফে নির্বাচন কমিশনকে পুরোপুরি সহযোগিতা করা হয়নি।

মুখতারের অভিযোগ, দেশের সর্বত্র ভোট হয়েছে। কিন্তু বাংলার মতো সন্ত্রাস কোথাও হয়নি। শনিবার রাত থেকে ভোটের দিন একাধিক বিজেপি নেতার উপর হামলা, কর্মী খুনের ঘটনা সহ বিবিধ অভিযোগকে সামনে রেখে এদিন দুপুরে কেন্দ্রীয় সংখ্যালঘুমন্ত্রীর নেতৃত্বে কমিশনে যায় বিজেপি প্রতিনিধিদল। বিভিন্ন কেন্দ্রে ঘটা হিংসাত্মক ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে মুখতার জানান, দরকার মতো পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে মোদি মন্ত্রিসভার এই সংখ্যালঘু মুখ জানান, ২৩ মে’র পর দিদির অহঙ্কার সব ছুমন্তর হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *